Bangladesh Vs Ireland 1st ODI: Bangladesh Won By Huge Margin Of 183 Runs, Towhid Hridoy Chosen Man Of The Match


সিলেট: ওয়ান ডে ক্রিকেটে অভিষেকেই নায়ক তাওহিদ হৃদয় (Towhid Hridoy)। তাঁর দুরন্ত ইনিংসের সুবাদে আয়ার্ল্যান্ডকে ১৮৩ রানে দুরমুশ করল বাংলাদেশ। ম্যাচের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন হৃদয়।

প্রথমে ব্যাট করে রেকর্ড ৩৩৮/৮ তুলেছিল বাংলাদেশ। জবাবে মাত্র ১৫৫ রানে শেষ হয়ে যায় আয়ার্ল্যান্ড। ৩০.৫ ওভারে। জর্জ ডকরেল (৪৫ রান) ও স্টিফেন ডহেনি (৩৪ রান) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। ইবাদত হোসেন ৪ উইকেট নেন। নাসুম আমেদের ৩ উইকেট।

শাকিবও ছন্দে

নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নজির গড়লেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়ে তাওহিদ হৃদয়কেও। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাতছাড়া করলেও দল হিসাবে নজির গড়ল বাংলাদেশ।

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ল সিলেটে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে। ওয়ান ডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৩৩৩/৮। ২০১৯ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ইনিংস খেলেছিলেন টাইগাররা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন শাকিবরা। বাংলাদেশের সর্বোচ্চ রানের ওয়ান ডে ইনিংস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সিলেটের ৩৩৮ রানই।

সেঞ্চুরি হাতছাড়া করলেও শাকিব এদিন অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন পেরলেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ৭০০০ রান পূর্ণ করলেন শাকিব। তাঁর আগে তামিম ইকবালের ওয়ান ডে-তে সাত হাজারের বেশি রান ছিল। তামিম ২৩৫টি ওয়ান ডে ম্যাচের ২৩৩টি ইনিংসে ব্যাট করে ৮১৪৬ রান সংগ্রহ করেছেন। শাকিব ২২৮টি ওয়ান ডে ম্যাচের ২১৬টি ইনিংসে ৭০৬৯ রান করলেন। সনৎ জয়সূর্য ও শাহিদ আফ্রিদর পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে ৭০০০ রান করার সঙ্গে ও ৩০০ উইকেট নিলেন শাকিব।

আইরিশদের বিরুদ্ধে এই ম্যাচে শাকিব দলের হয়ে সব থেকে বেশি ৯৩ রান করে আউট হন। ৮৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। তাওহিদ ৮৫ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ দিকে চালিয়ে খেলে মুশফিকুর রহিম ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। আয়ার্ল্যান্ডের বোলারদের মধ্যে সেরা গ্রাহাম হিউম। ১০ ওভারে ৬০ রান দিয়ে তিনি ৪ উইকেট নেন।

শেষ পর্যন্ত একপেশেভাবে ম্যাচ জিতল বাংলাদেশ।

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?