‘ইমরান খান রাজনীতিবিদ নয়, সন্ত্রাসী’

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চলমান পরিস্থিতিকে আরও উসকে দিলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। তিনি বলেন, ইমরান খান কোনও রাজনীতিবিদ না, বরং তার জামান পার্কের বাসভবনটি সন্ত্রাসীদের বাংকার ও পেট্রোল বোমার আস্তানা বানিয়ে রেখেছে।

রবিবার (১৯ মার্চ) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র, বিচার বিভাগ ও পুলিশের রিট চ্যালেঞ্জ করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।

তোশাখানা মামলায় বহুল প্রতীক্ষিত শুনানিতে অংশ নিতে শনিবার লাহোর থেকে ব্যাপক হট্টগোলের মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান। এ সময় তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করতে বাধ্য হয় ইসলামাবাদ হাইকোর্ট। আদালত চত্বরের বাইরে পুলিশ ও পিটিআই সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। বিভিন্ন জায়গায় ধরপাকড় চালায় পুলিশ। আটক হয় ৬০ জনের বেশি। ৩০ মার্চ পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত। ওই দিন ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে নিয়ে পাকিস্তানে গত কয়েকদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের অর্থনৈতিকসহ নানা সংকটের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে দায়ী করছেন তিনি।

এ বিষয়ে মরিয়ম আওরঙ্গজেব বলেন, পুলিশের কাজ হলো আদালতকে সুরক্ষা দেওয়া। পুলিশ যদি আদালতের রিটের সঙ্গে আপস করে তাহলে এদেশে গৃহযুদ্ধ শুরু হবে।

তার মতে, সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটারকে আইনলঙ্ঘনের সুযোগ দেওয়া হলে গ্যাং এবং সন্ত্রাসীরা পথে নেমে আসবে। পুলিশ এবং আদালতে হামলা চালাবে। সূত্র: জিইও নিউজ