লিটনের আউটে ভাঙলো ১০১ রানের জুটি

দ্বিতীয় ওয়ানডেতে স্কোর: বাংলাদেশ ২৬ ওভারে  ১৪৩/২ (সাকিব ০*, নাজমুল হোসেন শান্ত ৪৭*; লিটন ৭০, তামিম ২৩)।

৫৩ বলে লিটনের ফিফটি

প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে বড় স্কোর না পেলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছেন তিনি। তামিম ফিরলেও আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন। ছক্কা মেরে ৫৩ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নিয়েছেন।

জুটি গড়ছেন শান্ত-লিটন

দলীয় ৪২ রানে তামিমের আউটের পর সতর্ক থেকে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। জুটি গড়তে গড়তে একটা পর্যায়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তারা। ১২তম ওভারে ছাড়িয়েছে দলীয় ৫০। দু’জনের ৫০ ছাড়ানো জুটিতে ২০ ওভারে দলীয় স্কোরও দাঁড়ায় ১০০। 

১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে রানআউট তামিম 

শুরুটা সাবধানী ভঙ্গিতে করলেও পাওয়ার প্লের শেষ দিকে এসে চাহিদা মিটিয়ে রান তুলছিলেন তামিম-লিটন। জন্ম দিনে আগ্রাসী ব্যাটিংয়ের বার্তাও দিচ্ছিলেন তামিম। দশম ওভারে কপাল পুড়ে অহেতুক রান নিতে গেলে। সিঙ্গেল নিতে কল করলে প্রান্তে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন। অথচ একই ওভারে বাউন্ডারিও মেরেছিলেন। ফেরার আগে ৩১ বলে ৪ চারে ২৩ রান করেছেন ওয়ানডে অধিনায়ক। আউটের আগে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।   

তামিম-লিটনের সাবধানী শুরু

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছে সাবধানী। প্রথম ওভারে ৩ রান এলেও পরের দুই ওভার কোনও রান তুলতে পারেনি। প্রথম ৫ ওভারে বাউন্ডারিও ছিল একটি। প্রথম বাউন্ডরিটি এসেছে তামিমের ব্যাট থেকে। ৬ ওভার পরই কিছুটা খোলস ছেড়ে বের হয়ে আসেন দুই ওপেনার। আগ্রাসী হওয়ার চেষ্টায় সপ্তম ওভারে তামিম একটি বাউন্ডারি মেরেছেন। পরের ওভারে হিউমের বলে এক চারের সঙ্গে একটি ছক্কাও মারেন লিটন।    

টানা দ্বিতীয় ম্যাচে আইরিশদের টস জয়, ব্যাটিংয়ে বাংলাদেশ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। সিরিজ জয়ের মিশনে সিলেটে এদিন বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ওয়ানডে। যদিও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! বলা চলে বৃষ্টি মাথায় নিয়ে ম্যাচটি গড়াতে যাচ্ছে। এমন ম্যাচে টানা দ্বিতীয়বার টস জিতেছে আয়ারল্যান্ড দল। গত ম্যাচের মতো এই ম্যাচেও তারা শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানেও জিতেছে। সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ৯০-এর ঘরে আউট হয়েছেন। তাদের ব্যাটে ভর করেই পরে ৮ উইকেটে ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। তার পর অসাধারণ বোলিং নৈপুণ্যে আইরিশদের গুটিয়ে দিয়েছে ১৫৫ রানে।

দুই দলেই একাদশে একটি করে পরিবর্তন

মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় এসেছেন পেসার হাসান মাহমুদ। আইরিশ দলেও পরিবর্তন একটি। গ্যারেথ ডেলানির জায়গায় অভিষেক হচ্ছে বামহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রেসের।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), ম্যাথিউ হামফ্রেস, হ্যারি টেক্টর, লর্কান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।