Canada: চুল টেনে পাগড়ি খুলে ভারতীয় শিখ ছাত্রকে বেধড়ক মার, নিন্দার ঝড় : Report

কানাডায় এক ভারতীয় শিখ ছাত্রকে পাগড়ি টেনে ধরে চরমতম হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সিটিভি নিউজে তেমনটাই উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, ২১ বছর বয়সী শিখ ছাত্রকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। কয়েকজন অজ্ঞাত পরিচয় লোকজন তার পাগড়ি খুলে দিয়েছে বলে অভিযোগ। মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে তার লম্বা চুল ধরে তাকে টেনে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

সিটিভি রিপোর্টে জানা গিয়েছে, গগনদীপ সিং শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। কাউন্সিলর মোহিনী সিং জানিয়েছেন, তিনি ঘটনার খবর পেয়েই তিনি গগনদীপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি তাকে দেখে অবাক হয়েছি। অত্যন্ত নীচু স্বরে সে কথা বলছিল। এমনকী মুখও খুলতে পারছে না। তিনি জানিয়েছেন, গগনদীপের চোখ একেবারে ফুলে গিয়ে বুজে রয়েছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার।

কাউন্সিলর জানিয়েছেন, গগনদীপ তাঁকে জানিয়েছেন তিনি রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন। মুদিখানার জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। তখন বাসের মধ্য়ে ১২-১৫জনের একটি গ্রুপের সঙ্গে তার ঝামেলা বাঁধে। এটি সেন্ট প্যাট্রিক ডে ছিল। একদল দুষ্কৃতি বাসে ছিল। তারা একটি উইগ তার দিকে ছুঁড়ে দেয়। এরপর গগনদীপ জানিয়েছেন, তিনি বার বার বলেছিলেন আমাকে বিরক্ত করবে না। কিন্তু তারা নানাভাবে তাকে জ্বালাতন করতে শুরু করে। এরপর বাস থেকে নেমে পড়েন গগনদীপ।

এরপর ওই যুবকরাও বাস থেকে নেমে পড়ে। বাসটি চলে যেতেই তারা গগনদীপকে বেধড়ক পেটাতে শুরু করে। পাগড়ি, চুল ধরে তাকে মুখে, পাঁজরে হাতে, পায়ে বেধড়ক মারধর করে।

যাওয়ার সময় তারা গগনদীপের পাগড়িটা নিয়ে চলে যায়। রাস্তার ধারে তাকে ছুঁড়ে ফেলে দেয়। তিনি বলেন, পাগড়ি নিয়ে যাওয়াটা সবথেকে ভয়াবহ। যেন ওরা ট্রফি নিয়ে গেল। এটা মানা যায় না।

এদিকে জ্ঞান ফেরার পরে গগনদীপ তার বন্ধুকে ফোন করেন। তিনি এসে ৯১১তে ফোন করে সহায়তা চান। তবে ঘটনার পর থেকেই গগনদীপের বন্ধুরা অত্যন্ত আতঙ্কিত। কাউন্সিলরের দাবি গগনদীপ ভারত থেকে এসেছেন, আর তিনি শিখ। এটা তাকে হেনস্থা করার একটা বড় কারণ। তিনি জানিয়েছেন, আমি বিশ্বাস করি এটা বর্ণবৈষম্যের ঘটনা। এটা সেভাবেই দেখা দরকার। এটা ঘৃণ্যতম অপরাধ বলে গণ্য় করাটা দরকার।