Chanchal Super Speciality hospital: চাঁচল হাসপাতালে পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জেলাশাসক, প্রকট শয্যার অভাবের সমস্যা

সুপারস্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও বেহাল দশা। বেড না মেলায় মেঝেতেই থাকতে হচ্ছে মুমূর্ষু রোগী থেকে শুরু করে প্রসূতিদের। শুধু তাই নয়, বেহাল দশা রয়েছে শৌচাগারগুলির। সেগুলি পরিষ্কার করা হয় না বললেই চলে। ফলে এনিয়ে দীর্ঘদিন ধরেই রোগী পরিজনদের ক্ষোভ ছিল। একাধিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। কিন্তু, তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনই বেহাল দশা মালদহের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের। এবার হাসপাতাল পরিদর্শন করতে এসে বেহাল অবস্থার ছবি দেখে ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

জানা গিয়েছে, গত শনিবার হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক। সেখানে হাসপাতালের দুর্দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল খতিয়ে দেখার পরে জেলাশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি শৌচাগার পরিষ্কার করার নির্দেশ দেন। যদিও মেঝেতে রোগীদের থাকা নিয়ে জেলা শাসকের বক্তব্য, রোগীর সংখ্যা বেশি থাকায় শয্যার অভাব দেখা দিচ্ছে। তিনি এ নিয়ে তৎপর হবেন বলে জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য পরিকাঠামোও তিনি ঠিক করার নির্দেশ দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন জেলাশাসক।

প্রসঙ্গত, সব মিলিয়ে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শয্যাসংখ্যা রয়েছে ৩২০ টি। যার ফলে শয্যা না থাকায় বেশিরভাগ সময়ই রোগীদের রেফার করতে হয়। তাছাড়া অনেককেই মেঝেতে রেখে চিকিৎসা করতে হয়। এছাড়া এইচডিইউর শয্যা রয়েছে মাত্র চারটি (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)। ফলে সমস্যায় পড়তে হয় রোগী পরিবারকে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে রোগীর পরিবারের সঙ্গে এই বচসাও বেঁধে থাকে। ফলে দীর্ঘদিন ধরে এই সমস্যা মেটাতে তৎপর হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু, তারপরেও সেখানে বেড সংখ্যা এখনও পর্যন্ত বাড়ানো হয়নি বলে অভিযোগ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের শয্যাসংখ্যা ইতিমধ্যেই বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। চাঁচলের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস জানান, ‘হাসপাতালে শয্যা সংখ্যা ৫৫০টি ও এইচডিইউ ৫০টি করার জন্য স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই তা বাড়ানোর কাজ শুরু হবে। বেড সংখ্যা বাড়লে সে ক্ষেত্রে সমস্যা অনেকটা কমবে বলে তিনি করছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup