Dog dragged by Bike for 1 Km: বাইকের পিছনে কুকুরকে বেঁধে ১ কিমি ছেঁছড়ে নিয়ে গেলেন ব্যক্তি, গ্রেফতার অভিযুক্ত

সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে গাড়িতে বা বাইকে করে কাউকে ছেঁছড়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার সূত্রপাত ঘটেছে অনিচ্ছাকৃত দুর্ঘটনার থেকে বা তাৎক্ষণিক ক্রোধ থেকে। তবে এবার ঠান্ডা মাথায় এক অবলা জীবকে বাইকের পিছনে বেঁধে নিয়ে এক কিমি পর্যন্ত ছেঁছড়ানোর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়, যাতে দেখা যায়, এক ব্যক্তির বাইকের পিছনে বাঁধা রয়েছে একটি রাস্তার কুকুর। সেভাবেই সজ্ঞানে কুকুরটিকে পিছনে ছেঁছড়ে নিয়ে যাচ্ছে বাইকচালক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পশুপ্রেমীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তোলেন। সেই মতো অবশেষে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: ডিএ আন্দোলনের মাঝে কড়া নির্দেশিকা জারি নবান্নর, এবার কোপ পড়বে বেতনে?)

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইসমাইল, বয়স ৫৫। অভিযুক্ত ব্যক্তি গাজিয়াবাদের প্রতাপবিহারের বাসিন্দা। এদিকে বাইকের পিছনে কুকুরকে ছেঁছড়ে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছিল বিজয়নগরে। রবিবর বিকেলে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। নৃশংস ঘটনা প্রসঙ্গে তেজস কুমার নামক এক স্থানীয় বাসিন্দা এবং প্রতক্ষ্যদর্শী বলেন, ‘লোকটির বাইকের পিছনে যে কুকুরটা ছিল, তার একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। রাস্তায় ছেঁছড়ে নিয়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে কুকুরটার। অনেক জায়গায় মারাত্মকভাবে থেঁতলে গিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি তার টু-হুইলারের পিছনে একটি দড়ি দিয়ে কুকুরটিকে বেঁধে রেখেছিল। আমরা বিষয়টি দেখতে পেয়ে পশুপ্রেমী এবং পুলিশকে ডাকি। কুকুরটিকে ডিএভি ক্রসিং থেকে লীলাবতী ক্রসিং পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এই রাস্তার দূরত্ব এক কিলোমিটারেরও বেশি।’

আরও পড়ুন: ‘ISI এজেন্ট’ অমৃতপাল তৈরি করছিল নিজের খালিস্তানি সেনা, মানব বোমা স্কোয়াড

এদিকে জানা গিয়েছে, স্থানীয়রা যখন অভিযুক্তকে থামায়, তখন সে অভিযোগ করে, কুকুরটি তাকে এবং তার এলাকার অনেককেই নাকি কামড়ে দিয়েছিল। তাই সেই কুকুরাটকে কোথাও ‘ফেলে দিয়ে’ আসার জন্য যাচ্ছিল সে। এদিকে ঘটনা প্রসঙ্গে পিপল ফর অ্যানিম্যালস (পিএফএ) গাজিয়াবাদের সভাপতি সুরভী রাওয়াত বলেন, ‘লোকটি কোনও শক্ত বস্তু দিয়ে পথকুকুরটির মাথায় আঘাত করেছিল এবং তারপরে সে তার টু-হুইলারের পিছনে বেঁধে প্রাণীটিকে এক কিলোমিটারেরও বেশি রাস্তা টেনে নিয়ে গিয়েছিল। স্থানীয়রা তাকে বাধা দেয়। কুকুরটিকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েছি এবং ঘটনার সিসিটিভি ক্লিপ পেতে পুলিশের সঙ্গে সহযোগিতা করছি।’

এদিকে পুলিশ বলেছে যে তারা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছে এবং ঘটনার সাথে সম্পর্কিত ভাইরাল ভিডিয়োগুলির প্রেক্ষিতে পদক্ষেপ করেছে। গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার আংশু জৈন জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাইও বাজেয়াপ্ত করা হয়েছে। আহত কুকুরটি পশুচিকিৎসালয়ে রয়েছে এবং উপযুক্ত ধারায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।