Guest house in Puri: পর্যটকদের জন্য সুখবর! পুরীতে গেস্ট হাউস করবে রাজ্য

পুরীর মন্দিরে এবার গেস্ট হাউস তৈরি করবে রাজ্য সরকার। মাস খানেক আগেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। এ বার সেই পরিকল্পনা কার্যকরী করার পথে এগোচ্ছে রাজ্য সরকার।

মঙ্গলবার বিকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে ভুবেনশ্বরে থাকবেন তিনি। বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, পুরীর কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে তার এলাকা এই সফরেরই চিহ্নত করবেন মুখ্যমন্ত্রী। এ জন্য মন্দিরে পুজো দেওয়ার পর কোন এলাকায় এই গেস্ট হাউস করা হতে পারে তা পরিদর্শন করতে পারেন তিনি। সেখানেই তিনি এ নিয়ে চূড়ান্ত অনুমোদন দিতে পারেন। এর জন্যা রাজ্যের পূর্ত দফতরের কয়েকজন আধিকারিক তাঁর সঙ্গে যাচ্ছেন।

এর আগে ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরে পুজো দিয়েছেন। বুধবার বার পুজো দেওয়ার পর বৃহস্পতিবার তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠক করবেন। ওই দিন তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।

উত্তরপ্রদেশের বারানসীতেও রাজ্যের একটি গেস্ট হাউস গড়ে তোলার কথা বলেছিলেন মমতা। কোন এলাকায় এই গেস্ট হাউস হবে তা ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ঠিক করে ফেলেছে। তারা তৈরির ব্যাপারে প্রস্তুতিও নিয়ে ফেলেছে। সূত্রে খবর, পরীর গেস্ট হাউস কেমন হবে তার নক্সাও করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এই ওড়িশা সফরে জমির ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুমোদন মিললেই শুরু হয়ে যাবে কাজ।