Mamata Banerjee | Mohun Bagan: ‘মোহনবাগানকে ব্রাজিল-ইতালির সঙ্গে খেলতে হবে’! ক্লাবকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু এফসি-কে (ATK Mohun Bagan vs Bengaluru FC) টাইব্রেকারে হারিয়ে এই প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion 2022-23) হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ভারতসেরা দলকে সোমবার সংবর্ধনা দিতে ক্লাব তাঁবুতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মোহনবাগানকে তাতাতে ফাইনালের রাতে গোয়াতেও ছিলেন অরূপ। এদিন সবুজ-মেরুন তাঁবুতে ছিল একেবারে সাজো সাজো রব। আর মুখ্যমন্ত্রীর পেপ-টকে মোহনবাগান আগামীর অক্সিজেন পেয়ে গেল। প্রীতম কোটালদের উড়ানে আরও জ্বালানি ভরে দিলেন মমতা। তিনি জানিয়ে দিলেন যে, ক্লাবের উন্নয়নের জন্য রাজ্য সরকার মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা দেবে। এদিন মমতা নিজে হাতে ফুটবলারদের হাতে মিষ্টির হাঁড়ি ও স্মারক তুলে দিয়ে, পরিয়ে দেন উত্তরীয়।

এদিন সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব প্লেয়ার অসাধারণ, সবাই গ্রেট। তোমাদের নাম ইতিহাসে থাকবে। আমাদের শুভেচ্ছা। তোমরা আমাদের গর্ব। সবার বুক ভরা স্বপ্ন। আজ মোহনবাগান জিতছে ঠিকই। ইস্টবেঙ্গল পারছে না। ইস্টবেঙ্গল অনেক দেরিতে শুরু করেছে, টিমটাও ভালো করে করতে পারেনি। ওদের আর্থিক সমস্যা ছিল। মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার তো আর টাকার অভাব নেই।’ 

গত শনিবার ফাইনালের পরেই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন যে, আগামী মরসুম থেকে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব আর এটিকে মোহনবাগান নামে নয়, খেলবে মোহনবাগান সুপারজায়ন্টস নামেই। ট্রফি হাতে তোলার আগে গোয়েঙ্কা বলেছিলেন, ‘আমি একটা বড় ঘোষণা করতে চলেছি। আগামী মরসুম থেকে এটিকে আর থাকছে না। বরং মোহনবাগান সুপার জায়ান্টস নামেই আমাদের দল খেলবে।’ এই প্রসঙ্গে  মমতা এদিন বলেন, এটিকে মোহনবাগান নয়। মোহনবাগান সুপারজায়ান্ট। এটিকে, টেটিকে শুনতে ভালো লাগে না। মোহনবাগান, মোহনবাগান। গোষ্ঠ পালের ক্লাব। খালি পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে খেলেছে।’

আরও পড়ুনWATCH | ATK Mohun Bagan: মহানগরে ফিরল মেরিনার্স, বৃষ্টিতেও বীরবরণে বিমানবন্দরে জনসুনামি

মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে এসে নস্ট্যালজিক হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেখুন আমার মা মোহনবাগানের খেলা দেখতেন। আমি তখন খুবই ছোট ছিলাম। শুধু মনে আছে যে, মোহনবাগানের খেলা থাকলে মা কালীবাড়িতে পুজো দিতেন। আমাদের পাড়ায় রয়েছে কালীঘাট মিলন সংঘ। স্বাধীনতার বাবা সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের পরিবার ফুটবলের সঙ্গে আন্তরিক ভাবে যুক্ত। আমার দাদা ইস্টবেঙ্গল কর্তা। সত্যি কথাটা বলতে তো অসুবিধা নেই। তবে ও মোহনবাগান ফ্যান।’ আইএসএলে যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, তা স্বপ্নে দেখেছিলেন মমতা। তিনি এদিন বলেন, ‘আমি অরূপকে গোয়ায় ফাইনালে যখন যেতে বলি, তখন ও বলে খুব চাপ হয়ে যাবে। হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। আমি বলি চাপ কিসের। ফাইনাল মানেই জিতে গিয়েছে। তার মানে কোথাও মাথায় একটা ক্লিক করছিল। খেলার আগেই আমি অরূপকে এসএমএস করেছিলাম। বাংলা ভারতসেরা হবে। ফাইনালের সকালে স্বপ্ন দেখি মোহনবাগান জিতে গিয়েছে।’

বক্তব্যের শেষে মমতা বলেন, ‘আমরা গর্বিত। মোহনবাগান ভারতসেরা। সব খেলার সেরা বাংলার ফুটবল, প্রমাণ করেছে মোহনবাগান। আগামী দিনে আমি চাই আপনারা বিশ্বসেরা হোক। মোহনবাগানকে ব্রাজিল, ইতালির সঙ্গে খেলতে হবে। সারা পৃথিবী মোহনবাগানের দরজায় আসবে। আমরা থাকব। আর না থাকলেও আমাদের সরকার টেন্ট, ফ্লাডলাইট করে দিয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে মোহনবাগানকে ৫০ লক্ষ্য টাকা দেওয়া হচ্ছে। মোহনবাগান হল সাফল্যের ধ্রুবতারা। খেলা হবে। আবার খেলা হবে। জিততে হবে আবার। বিশ্বজয় করতে হবে।’ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এদিন মোহনবাগানকে আরও তাতিয়ে দিল।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)