Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে লাখ মাইনেতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, প্রশ্ন তুললেন শুভেন্দু

চক্তির ভিত্তিতে অস্থায়ী নিয়োগ করবে স্বরাষ্ট্র দফতর ও রাজ্য অভিযোগ নিস্পত্তি বিভাগ। এই নিয়োগ বিজ্ঞাপনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’টি বিভাগই মুখ্যমন্ত্রী দফতরের (সিএমও) অধীনে। এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা টুইটে প্রশ্ন তুলেছেন, ‘মুখ্যমন্ত্রী কি তাঁর কার্যলয়ের প্রবেশদ্বার পিকে (প্রশান্ত কিশোরের) সংস্থা আইপ্যাক বা ভাইপোর জন্য খুলে দিলেন?’

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্বারাষ্ট্র দফতর ও তাঁর দফতরের অধীনে অভিযোগ নিস্পত্তি বিভাগে তিনটি পদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র দফতরে পাঁচজনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দু’বছরের জন্য। বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা। ওই দফতরেই চুক্তির ভিত্তিতে জুনিয়ার পরামর্শদাতাও নিয়োগ করা হবে। এ ছাড়া, অভিযোগ নিস্পত্তি সেলে চুক্তিরি ভিত্তিতে ১০ জনকে দু’বছরের জন্য দু’বছরের জন্য নিয়োগ করা হবে হবে।

শুভেন্দু তাঁর পোস্ট লিখেছেন, ‘স্থায়ী সরকারি কর্মীদের বদলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের তাৎর্যপূর্ণ ও গোপনীয় তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন চুক্তিভিত্তিক কর্মীরা? শূন্যপদ সৃষ্টি না করে এবং পাবলিক সার্ভিস কমিশনের এর মতো সংস্থাকে এড়িয়ে কী ভাবে নিয়োগ? এক্ষেত্রে বাধ্যতামূলক সংরক্ষণের বিষয়কে কেন জেনে বুঝে অবহেলা করা হল। এই নোটিস আসলে ভারতীয় সংবিধানকেই মানছে না।’

শুভেন্দুকর টুইট

তিনি বেতন বৈষম্যের বিষয়টিও তুলে ধরেছেন। শুভেন্দু লিখেছেন,ওয়েবেল ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন সরকারী দফতর ও কার্যালয়ের জন্য চুক্তির ভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে। সেই কর্মচারীদের বেতন প্রায় ১৩০০০টাকার আশেপাশে।ব র্তমান বিজ্ঞপ্তিতে একই পদের জন্য বেতন দেওয়া হবে ২৫০০০। এই অসমতা কেন?

তিনি অবিলম্বে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।