তানজিদের সেঞ্চুরি ছাপিয়ে চিরাগ ঝড়ে রূপগঞ্জের সাফল্য

তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়ন তিনশ রানের টার্গেট দেয় লিজেন্ডস অব রূপগঞ্জকে। তার ১৪২ রানের ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু চমৎকার বোলিংয়ের পর ব্যাটিংয়ে ঝড় তুলে তাদের হতাশ করলেন চিরাগ জানি। এই ভারতীয় অলরাউন্ডারের নৈপুণ্যে  ৩ উইকেট জিতেছে রূপগঞ্জ।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৯ রান করে ব্রাদার্স। দলীয় ৪০ রানে মিজানুর রহমান বিদায় নিলে তানজিদ ৮০ রানের জুটি গড়েন সাব্বির হোসেনের সঙ্গে। এরপর আনিসুল ইসলাম ইমনের সঙ্গে ৬১ ও মায়শুকুর রহমানের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন এই ওপেনার।

১৪২ বল খেলে ১৪ চার ও ৪ ছয়ে ১৪২ রান করে মাশরাফি মুর্তজার কাছে বোল্ড হন তানজিদ। মায়শুকুর ৫৩ রানে অপরাজিত ছিলেন। চিরাগ সর্বোচ্চ ২ উইকেট নেন।

লক্ষ্যে নেমে পারভেজ হোসেন ইমন ও ইরফান শুক্কুরের ফিফটিতে ভালো অবস্থান নেয় রূপগঞ্জ। ইমন ৬৬ ও শুক্কুর ৫৩ রান করেন। ১৩৬ রানে ৩ উইকেট যাওয়ার পর শুক্কুর ও চিরাগের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ৮৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৯৪ রান করেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন এই ভারতীয় ব্যাটার। শেষটা করে আসেন সোহাগ গাজী ও মুক্তার আলী। ৭ উইকেটে ৩০২ রান করে রূপগঞ্জ।

ব্রাদার্সের পক্ষে সাব্বির ও রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। টানা তৃতীয় জয় পেয়েছে রূপগঞ্জ।