বিধায়ক পদে শপথগ্রহণের আগেই বাইরন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা শুরু করে দিল TMC

সাগরদিঘি উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর এখনও বিধায়ক পদে শপথ নিতে পারেননি, এরই মধ্যে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা শুরু করে দিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে হুমকি ও গালিগালাজের অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় জৈন নামে সামসেরগঞ্জের এক তৃণমূল নেতা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বাইরন।

সঞ্জয়বাবুর অভিযোগ, একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করেন বাইরন বিশ্বাস। তিনি বাইরনকে শুভেচ্ছা জানান। পালটা বাইরন তাঁকে ও তাঁর পরিবারকে গালাগালি করে ও হুমকি দেয়। সঞ্জয়বাবুর দাবি, সম্ভবত ওর বিরুদ্ধে সাগরদিঘিতে প্রচারে গিয়েছিলাম বলে আমার সঙ্গে এমন করল ও।

এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার সামসেরগঞ্জে উত্তেজনা ছড়ায়। বাইরনের গ্রেফতারির দাবিতে সামসেরগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। রাতে এসডিপিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে। এর পর থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়বাবু। বাইরনের বিরুদ্ধে ৪টি জামিনযোগ্য ধারা দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আধিকারিকরা সঞ্জয় জৈনের বাড়ি গিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।

এব্যাপারে বাইরন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, হার হজম করতে না পেরে বাইরনকে যে কোনও উপায়ে সায়েস্তা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। নেত্রীর নির্দেশে সেই কাজেই নেমে পড়েছেন জেলা তৃণমূলের নেতারা। বিধায়ক পদে শপথ নেওয়ার আগেই বাইরনের বিরুদ্ধে ভুয়ো মামলা করা শুরু করে দিয়েছেন তাঁরা। তবে এভাবে বাইরন বা কংগ্রেসকে ভাঙা যাবে না।