শরীরে বইছে মারাদোনার রক্ত, বল পায়ে মাঠে নেমে গেলেন সের্জিও অ্যাগুয়েরোর ছেলে বেঞ্জামিন, ভিডিয়ো হল ভাইরাল। Diego Maradona grandson 14 years old Benjamin Aguero make his debut, video gone viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওর বয়স ১৪ বছর। শরীরে বইছে দাদু দিয়েগো মারাদোনার (Diego Maradona) রক্ত। বাবা আর্জেন্টিনার (Argentina) ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার সের্জিও অ্যাগুয়েরো (Sergio Aguero)। লিওনেল মেসি (Lionel Messi) বাচ্চা ছেলেটাকে তার ছোটবেলা থেকে চেনেন। এহেন বেঞ্জামিন অ্যাগুয়েরো (Benjamin Aguero) ফুটবল নিয়ে বাঁচবে, সেটাই তো স্বাভাবিক। আর্জেন্টিনার নবম জুনিয়র ডিভিশনের দল টাইগ্রেসের (Argentine club Tigre) হয়ে ফুটবল জীবন শুরু করে দিল ১৪ বছরের বেঞ্জামিন। ফুটবলে অভিষেক ঘটল আর্জেন্টিনা ‘ফুটবল ঈশ্বর-এর নাতি বেঞ্জামিনের।

দাদুর মতো ক্ষীপ্রতা ও বাবার মতো গোলে জায়গা নেওয়ার মতো মুন্সিয়ানা রয়েছে তার। এই প্রথম ৯০ মিনিট খেলল বেঞ্জামিন। ৯ নম্বর জার্সি পরে ভিলা ডোমিনিকো স্টেডিয়ামে খেলতে নামে এই বিস্ময় বালক। বেঞ্জামিন গোল না পেলেও সবার মন জয় করে নিয়েছে। 

আরও পড়ুন: Jose Barreto: ‘সবুজ তোতা’ ব্যারেটোর নতুন মোহনবাগান-স্বপ্ন, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Mamata Banerjee: সবুজ-মেরুন তাঁবুতে এসেও মুখ্যমন্ত্রীর মুখে সেই ইস্টবেঙ্গল, কী বললেন মমতা?

হৃদযন্ত্রের সমস্যা থাকার জন্য মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানান তিনি। ২০২১ সালে বার্সেলোনায় থাকার সময় খেলা ছেড়ে দিতে বাধ্য হন। এহেন সের্জিও অ্যাগুয়েরো ছেলের খেলা দেখে বলেছেন, “আসলে বন্ধুদের দেখেই বেঞ্জামিন মাঠে চলে গিয়েছিল। আমি ওর উপর জোর করতে চাই না। এখনও বেঞ্জামিনের বয়স অনেক কম। ওকে স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত।” 

বেঞ্জামনের মা জিয়ান্নিনা বলেছেন, “তুমি নিজের আনন্দে খেল, তোমাকে আমরা ভালবাসি।” কাতারের মেসিদের বিশ্বকাপ জয়ের মুহূর্তে বেঞ্জামিন হাজির ছিলেন। কারণ মেসির প্রিয় বন্ধুর মধ্যে সের্জিও অ্যাগুয়েরো দলের সঙ্গে ছিলেন। তাঁদের মধ্যে পারিবারিক যোগাযোগও রয়েছে। 

এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বেঞ্জামিনকে জড়িয়ে ধরে ছবি আছে মেসির। বেঞ্জামিন নিজেও বলেছেন তিনি মেসির মতো হতে চান। দাদুর খেলার ভিডিয়ো দেখেছেন। বাবাকে খেলতে দেখেছেন। বেঞ্জামিন জানিয়েছে সে এখন ধারাবাহিক ভাল ফুটবল খেলতে চায়। ওর আসল লক্ষ্য পাঁচ বছরের মধ্যে আর্জেন্টিনা সিনিয়র দলে জায়গা করে নেওয়া। বেঞ্জামিন সেই লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা সেটা সময় বলবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)