HS 2023 Computer Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

এবার উচ্চমাধ্যমিকে কার্যত জলের মতো সোজা এসেছে কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। এমনটাই মনে করছেন কম্পিউটার সায়েন্সের শিক্ষকরা। তাঁদের মতে, তুলনামূলকভাবে যে অধ্যায়টি কঠিন বলে মনে করা হয়, সেখান থেকেও একেবারে সোজা প্রশ্ন এসেছে। তাতে অনায়াসে ৮০ শতাংশ নম্বর পাওয়া যাবে বলে মনে করছেন শিক্ষকরা। 

উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্র – শিক্ষকদের রিভিউ

নঙ্গী হাইস্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক সৈকত হুদাতি বলেন, ‘এবার একেবারেই ঘুরিয়ে প্রশ্ন আসেনি। বইয়ে যেমন আছে, সেভাবে পড়লেই হবে। সেইসঙ্গে আগের চার-পাঁচ বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্ন ধরে প্র্যাকটিস করলে পড়ুয়াদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।’

এমনিতে উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের যে অংশ ঘিরে পড়ুয়ারা সবথেকে উদ্বেগে থাকেন, সেটা হল সিকোয়েন্সিয়াল সার্কিট। যা কম্পিউটার সায়েন্সে দ্বাদশ শ্রেণির সবথেকে কঠিন অংশ বলেও মনে করেন অনেক পড়ুয়া। ওই অংশ থেকে অনেক সময় প্রশ্ন কিছুটা কঠিন আসে। কিন্তু এবার ওই অংশ থেকেও একেবারে সহজ প্রশ্ন এসেছে বলে জানিয়েছেন নঙ্গী হাইস্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক। 

আরও পড়ুন: HS Exam Math Question Solution: উচ্চমাধ্যমিকের অঙ্কের ১টি প্রশ্নে ‘গুগলি’, কীভাবে করতে হবে? কষে দেখালেন শিক্ষক

তিনি বলেন, ‘সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে কঠিন প্রশ্ন আসার জায়গা ছিল। তবে ওই অংশটা থেকেও এবার একেবারে সহজ প্রশ্ন এসেছে। তাছাড়া সি++, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিবিএমএস), নেটওয়ার্কিং থেকেও যে প্রশ্নগুলি এসেছে, সেগুলি একেবারে সহজ। যা প্রশ্ন এসেছে, তাতে এবার ৮০ শতাংশ নম্বর অনায়াসে পাবে পড়ুয়ারা।’

উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন কোন বিষয়ের উত্তরপত্র কেমন হল?

  • HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 Biological science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 Business studies Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 Political Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে।
  • HS 2023 Psychology Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক – ক্লিক করুন এখানে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)