Mamata Banerjee: শুধু ওদের জন্য কাজ করছে! মেহুলের রেড কর্নার নোটিস তোলা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

পলাতক মেহুল চোকসি বিরুদ্ধে রেড কর্নার নোটিশ তুলে নিয়েছে ইন্টারপোল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর আগে বিমানবন্দরে মমতা বলেন, ‘গুটি কয়েক লোক এই দেশ চালাচ্ছে। আদানি ও মেহুল চোকসি তাদের সেরা বন্ধু। বিজেপি শুধুমাত্র এই সব লোকাদের জন্য কাজ করছে।’

প্রসঙ্গত, বিশ্ব জুড়ে মেহুল চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পঞ্জাব ন্যাশানল ব্যাঙ্কে ২ বিলিয়ন মার্কিন ডলার প্রতারণায় অভিযোগ তিনি। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা না হয় তার জন্য লড়াই জারি রেখেছিল কেন্দ্র। কিন্তু ইন্টারপোলের হঠাৎ এই সিদ্ধান্তে ফাপরে পড়ল ইডি-সিবিআই। কারণ এই রেড নোটিশ উঠে গেলে দ্রুত অ্য়ান্টিগুয়া ও বারবুদা থেকে বেরিয়ে যেতে পারে মেহুল।

(পড়তে পারেন। বাংলাকে বঞ্চনার প্রতিবাদে দু’‌দিন ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী, চ্যালেঞ্জ মোদীকে)

ইন্টারপোলের এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রেরই ব্যর্থতা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে নবীন পট্টনায়কের রাজ্যে যাওয়ার আগে সেই ক্ষোভ জানিয়ে জানিয়ে রাখলেন তিনি। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা আছে তাঁর। যে বৈঠকে আলোচনা হতে পারে বিজেপি বিরোধী জোট নিয়ে। 

একশো দিনের কাজের টাকা–সহ নানা প্রকল্পের টাকা একবছর ধরে বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি মোদী সরকারকে চ্যালেঞ্জ করে আগামী ২৯ মার্চ দুপুর ১২টায় বিধানসভায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। দুুুদিন ধরে চলবে ধরনা।