Aadhaar Card: বায়োমেট্রিক মিলছে না? আধার দেখিয়ে তোলা যাবে রেশন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

২২ মার্চ দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। অভিযানে অংশ নেওয়ার জন্য মঙ্গলবারই বাংলা থেকে রওনা দিয়েছেন তারা। এরই মধ্যে রেশন ডিলারদের উদ্দেশ্যে রাজ্যসভায় গুরুত্বপূর্ণ তথ্য জানালেন কেন্দ্রীয় গণবণ্টন প্রতিমন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যোতি। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন এবার থেকে বায়োমেট্রিক না মিললে আধার নম্বর দেখেই দেওয়া যাবে রেশন।

কেন্দ্রের দাবি, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ইতিমধ্যে ৯৯ শতাংশ বায়োমেট্রিক করানো হয়ে গিয়েছে। কিন্তু এখনও অনেক ক্ষেত্রে কোথাও হাতের ছাপ মিলছে না, কোথাও আবার তথ্য অভাবে রেশন কার্ডের বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বয়স্ক ও বিবাহবিচ্ছিন্নারা। তথ্যের অভাবে কার্ড নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ফলে তারা রেশনও পাচ্ছেন না।

(পড়তে পারেন। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী? গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের)

এই সমস্যার সমাধান মন্ত্রী আধার কার্ড দেখে রেশন দেওয়ার কথা বলেছেন। ফলে বায়োমেট্রিক না মিললেও রেশন নিতে সমস্যা হবে না।

এ দিকে বুধবার অর্থাৎ কাল রেশন ডিলাররা সংসদ অভিযান করবেন। এ জন্য রাজ্যে তিনদিন রেশন দোকান বন্ধ থাকবে। ডিলারদের দাবি এতে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। কারণ, তাঁরা আগে থেকেই গ্রাহকদের পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন। ফলে ৮৫ শতাংশ গ্রাহক তাঁদের বরাদ্দ খাদ্যদ্রব্য তুলে নিয়েছেন। শুক্রবার বেশি সময় খুলে রেখে বাকিদের রেশন দেওয়া হবে।