Explosion in Howrah: হাওড়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল শ্রমিকের পা, জখম ৬

কালীপুজোর সময় বড়সড় বিস্ফোরণ হয়েছিল। ফের হাওড়ার ঘুসুরি এলাকায় ওই পেট্রোল ট্যাঙ্কার কাটাইয়ের কারাখানায় বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হল। এই বিস্ফোরণে কারখানার ৬ জন শ্রমিক আহত হয়েছেন। এঁদের মধ্যে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। একজন শ্রমিকের বাঁ পা বাদ দিতে হয়েছে। অন্য এক শ্রমিকেরও ডান হাত বাদ দিতে হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানা সংলগ্ন এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় দেওয়ালে ফাটল ধরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল আটটা নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণ হয় সেই সময় শ্রমিকরা কারখানায় একটি গ্যাস ট্যাঙ্কার কাটছিলেন। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন।

এই বিস্ফোরণের কারণ হিসাবে স্থানীয় বাসিন্দা ও কারখানার অন্য শ্রমিকরা জানিয়েছেন, অন্যদিনের মতো বধুবারও গ্যাস কাটার দিয়ে বাতিল পেট্রোল ট্যাঙ্কার কাটার কাজ চলছিল। সেই সয়ম কাটারের আগুনের ফুলকি থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে কারখানায় যান দমকল, সিইএসসি মালিপাঁচঘড়া থানা ও হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ জানিয়েছে, কারখানা বিরুদ্ধে মামলা রজু করা হচ্ছে। দমকল তদন্ত করে দেখছে। তারা থানায় অভিযোগ দায়ের করলে কারখানাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।