Fifth Marriage at the age of 92: ৯২ বছরে এসে কীসের সুখে বিয়ে? রুপার্ট মারডকের কথা শুনলে আশা জাগবে পুরুষদের মনে

বিয়ের কোনও বয়স হয় না। যে বয়সে বিয়ে করা ঠিক বলে মনে হয়, সেই বয়সেই করা যায়। এমন কথা অনেকেই বলেন। শুধু বলেনই না, এই কথা তাঁরা বেশ জোর দিয়ে বিশ্বাসও করেন। কিন্তু তা বলে ৯২ বছর? হালে এমনই খবর চমকে দিয়েছে সকলকে। জাঁদরেল ব্যবসায়ী এবং মিডিয়া টাইকুন রুপার্ট মারডকের বিয়ে নিয়ে এই চর্চা এখন সবার কাছেই পৌঁছে গিয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কী বলেছেন তিনি?

(আরও পড়ুন: গান্ধিজি থেকে আইনস্টাইন, সবাই নাকি মজেছেন সেলফিতে! সে সব ছবি ভাইরাল)

(আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা)

হালে মারডক জানিয়েছেন, তিনি ৬৬ বছরের প্রাক্তন পুলিশ কর্মী অ্যান স্মিথকে বিয়ে করছেন। অ্যানের সঙ্গে এর আগে বিয়ে হয়েছিল সঙ্গীতশিল্পী চেস্টার স্মিথ। তিনি প্রয়াত হয়েছেন কয়ের বছর আগে। গত বছরে মারডটের চতুর্থ বিয়েটি ভেঙেছে। 

(আরও পড়ুন: প্রেম করে বিয়ের পথে বাধা? বাবা-মায়ের অনুমতিপত্র দেখাতেই হবে, প্রস্তাব বিধায়কের)

(আরও পড়ুন: ইনি সত্যিই অর্জুন রণতুঙ্গা! ছিপছিপে রোগা চেহারা দেখে বিশ্বাসই হচ্ছে না নেটপাড়ার)

অ্যান প্রসঙ্গে কী বলেছেন মারডক? 

বলেছেন, ‘প্রচণ্ড প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রচণ্ড নার্ভাস ছিলাম প্রেমটা নিয়ে।’ এর পরে তিনি বলেছেন, ‘জানতাম, এর পরে আর কখনও প্রেমে পড়ব না। এটাই আমার শেষ প্রেম।’ পাশাপাশি মারডক জানিয়েছেন, তিনি প্রচণ্ড খুশি তাঁর এই সম্পর্ক নিয়ে। 

(আরও পড়ুন: পা দিয়ে লিখেই উচ্চমাধ্যমিক, পড়ুয়ার কৃতিত্বে শিক্ষক বললেন ‘দেশের গর্ব’)

(আরও পড়ুন: বৃষ্টি পড়ে হঠাৎ ঠান্ডা! বিপদ কলকাতায়, ভাইরাল জ্বর ডেকে আনছে অন্য ধরনের সংক্রমণ)

তার পরেই পুরুষ মহলে আলোচনা শুরু হয়েছে, তাহলে ৯২ বছরেও প্রেমে পড়া যায়। শরীর-মন তখনও প্রেমে পড়ার মতো থাকে। মারডক এর পরে বলেছেন, অনেকেই মনে করেন ৭০ মানেই জীবনের শেষ। কিন্তু তিনি নিজে মোটেও তা মনে করেন না। বরং তাঁর কাছে সেটা জীবনের শুরুও হতে পারে। আর তাই জীবনের শুরুতে প্রেমে পড়াই যায়। তাঁর এই কথায় যার-পর-নাই খুশি বহু নেটিজেন। তাঁদের অনেকেই বলেছেন, জীবন শুরুর সময় বলতে যা বোঝায়, সেই ধারণা পুরোপুরি বদলে দিলেন মারডক। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup