Fire in Firecracker Factory in Tamil Nadu: তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেঙে পড়ল বিল্ডিং, মৃত অন্তত ৭

তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন। তামিলনাড়ু ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ডিজিপি আভাস কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘ভবনটি ধসে পড়েছে। এখনও আটকে রয়েছেন অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধারের প্রচেষ্টা জারি রয়েছে।’ এদিকে ঘটনায় জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (আরও পড়ুন: আদানিকে ক্রমাগত আক্রমণ তৃণমূলের, মমতার সাধের তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা)

জানা গিয়েছে, বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজি কারখানায়। আজ ১২টার বিস্ফোরণে কেঁপে উঠেছিল কারখানাটি। বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে বহুদূর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়। এদিকে কারখানাটিও ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন অনেকে। এদিকে আগুনে ঝলসেও অনেকে আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কারখানার ৭ কর্মীর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাঞ্চিপুরমের জেলা কালেক্টর এম আরতি, পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পি পাকালাভান এবং পুলিশ সুপার এম সুধাকর উদ্ধার অভিযানের তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন।

আরও পড়ুন: নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবার কলকাতাতে, স্বাক্ষরিত মউ, কাজ পাবেন ৩০,০০০

এদিকে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে বা আগুন লেগেছে, তার সঠিক কারণ জানা যায়নি এখনও। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে কারখানায় আগুন লেগেছে, সেটি কাঞ্চিপুরম শহ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভাজথোত্তমে অবস্থিত। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাজি কারখানাটির বৈধ লাইসেন্স ছিল।