Narendra Modi tweet: সকাল সকাল দেশবাসীকে শুভেচ্ছা, নয়া বছরের শুরুতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শুরু হচ্ছে নববর্ষ। সেই উপলক্ষেই দেশবাসীর উদ্দেশে একাধিক টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টুইটে দেশের নানা প্রান্তে আয়োজিত একাধিক উৎসবের শুভেচ্ছাও জানান তিনি‌। দেশবাসীকে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন উৎসবের ছবিও পোস্ট করেছেন মোদী‌। তারই ক্যাপশনে রয়েছে শুভকামনা ও নিরাপদে উৎসব পালনের আর্জি।

আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন

আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা

বুধবার সকালে টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি করেন মোদী। ৮টা বেজে ১৭ মিনিটে দেশবাসীর উদ্দেশে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা লেখেন প্রধানমন্ত্রী। নবরাত্রির নয় দিনে মা দুর্গার নয় রূপের পুজো করা হয়। তাই মা দুর্গার সেই নবরূপের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন,‘শ্রদ্ধা ও ভক্তির এই পবন পুণীত অবসর দেশবাসীর জীবন সুখ সম্পদ ও সৌভাগ্যে আলোকময় করে তুলুক। জয় মাতা’

আরও পড়ুন: দাঁতের সমস্যায় ভুগছেন? শুধু নিয়ম মেনে জল খেয়েই কমাতে পারেন এই সমস্যা

আরও পড়ুন: ইয়াব্বড় ফাটল আফ্রিকার মরুভূমিতে, দু’ভাগ হয়ে যাবে মহাদেশ! আশঙ্কায় বিজ্ঞানীরা

৮টা বেজে ১৬ মিনিটের পোস্টটিতে বিক্রম সংবত নববর্ষের শুভেচ্ছা জানান মোদী। এই বিশেষ ক্যালেন্ডারটি চলতি ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় ৫৬ বছর এগিয়ে রয়েছে। তাই প্রধানমন্ত্রীকে পোস্ট করা ছবিতে নয়া বছর ২০৮০ সালের শুভকামনা জানা দেখা যায়। পোস্টের ছবিতে লেখা ছিল প্রধানমন্ত্রীর বার্তা, ‘নয়া বছরে ভারতবর্ষ উন্নতির নতুন শিখরে পৌঁছাক, এই কামনা করি’।

এরপর ৮টা বেজে ১৮ মিনিটে চেটি চাদ নিয়ে একটি শুভেচ্ছামূলক পোস্ট করেন মোদী। সেখানের ক্যাপশনের ঝুলেলালের জয়ধ্বনিও দেন‌। নয়া বছরের শুরুতেই এই বিশেষ উৎসব পালন করা হয়। জলের ঈশ্বরের পুজো হয় চেটি চাদের দিন। সেই উপলক্ষে তৃতীয় টুইট করে শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী।

এপরপরেই ৮টা বেজে ২০ মিনিটে দেখা যায় সাজিবু চেওরাওবা উৎসব নিয়ে একটি পোস্ট। সেখানেও উৎসবের শুভেচ্ছা জানিয়ে নতুন বছর ভালো করে শুরু করার শুভকামনা জানান নরেন্দ্র মোদী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup