Perfume spray in eye remedies: চোখে পারফিউম ঢুকে গিয়েছে? এই টোটকা জানলে চটজলদি কমবে চোখ জ্বালা

পারফিউম কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু অনেক সময় এই পারফিউম থেকে নানা সমস্যা হতে পারে। ভুল করে যদি চোখে পারফিউম স্প্রে হয়ে যায় তাহলে চোখ জ্বালা শুরু হয়। এমনকী চোখে ব্যথা থেকে আরও জটিল সমস্যা হতে পারে। তবে কিছু বিষয় মনে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আরও পড়ুন: বড় বড় রোগের যম হেঁসেলের এই আনাজ, ৫ গুণই বাড়িয়ে দেয় আয়ু, নাম জানেন

আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন

অনিচ্ছাকৃত ভুলের জন্য মাঝে মাঝে বড় বিপদ হয়। এমনই একটি দুর্ঘটনা হল ভুলক্রমে চোখে পারফিউম চলে যাওয়া। যাদের এই অভিজ্ঞতা আছে তাঁরা বুঝবেন চোখে পারফিউম গেলে কেমন অস্বস্তি হয়। এরপর যদি চোখে হাত দেওয়া হয়, অস্বস্তিভাব আরও বাড়তে থাকে।

আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: খেলেই বাড়বে রূপের ঝলক, এই ৫ ফল কিন্তু আপনার খুব পরিচিত, নাম জানেন কি

চোখকে বাঁচাতে আপনি কী করতে পারেন?

বিশেষজ্ঞদের কথায়, কোনও ভুলের কারণে চোখে অ্যালকোহল ঢুকে গেলে দ্রুত চোখ ধুয়ে ফেলতে হবে। এরপরেও চোখ জ্বলতে থাকলে চোখে হাত দেওয়া বন্ধ করুন। যত তাড়াতাড়ি হয়, একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে দেখা করে অ্যান্টিবায়োটিক ড্রপ দিন। সেই সঙ্গে অন্যান্য চিকিৎসাও জরুরি হতে পারে।

ভুল করে চোখে পারফিউম গেলে বাড়িতে সঙ্গে সঙ্গে কী  করা যায়, চলুন জেনে নেওয়া যাক।

  • প্রথমেই বাথরুমে গিয়ে চোখ ভালোভাবে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। যে চোখে অ্যালকোহল গিয়েছে সেই দিকে মাথা কাৎ ধরে ভালোভাবে চোখ ধুয়ে ফেলুন। এর ৩০ সেকেন্ড পর আবার মাথা কাত করুন। অর্থাৎ ভালোভাবে চোখ ধুয়ে ফেলতে হবে যাতে পারফিউম পুরোপুরি বার হয়ে যায়।
  • চেষ্টা করুন ৩০ থেকে ৪৫ মিনিট চোখকে বিশ্রাম দিতে। বই পড়া, যেকোনও স্ক্রিন দেখা, শারীরিক পরিশ্রম করা ওই সময়ে বাদ দিন।
  • কোনওভাবেই চোখে হাত দেবেন না। কারণ এতে পারফিউম পুরো চোখে ছড়িয়ে যেতে পারে।
  • তবে সব শেষে আসল কথা হল, পারফিউম স্প্রে করার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup