Pigeon: পায়রার পায়ে রহস্যজনক রিং, খোদাই করা রয়েছে নম্বর! ওড়িশার পর জলপাইগুড়িতে নতুন করে চাঞ্চল্য

ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গ। এক পায়রা উদ্ধারকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য় ছড়াল। এবার ঘটনা পশ্চিমবঙ্গর জলপাইগুড়িতে। সেখানে এমন এক পায়রা উদ্ধার হয়েছে, যার একটি পায়ে একটি রিং দেখা গিয়েছে। সেই রিংয়ে খোদাই করা রয়েছে একটি ফোন নম্বর। আর এই নম্বর ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য।

এর আগে ওড়িশায় এক পৃথক ঘটনায় এক রহস্যজনক পায়রা উদ্ধার হয়। সেবার সমুদ্রে মৎসজীবীরা ওই পায়রাকে উদ্ধার করে। যার একটি পায়ে বিশেষ একটি ডিভাইস ছিল বলে জানা যায়। পরে পুলিশ তা তুলে দেয় উচ্চস্তরীয় তদন্তকারীদের হাতে। প্রযুক্তিবিদরা তা পরীক্ষা করে। এদিকে, ওড়িশার পর জলপাইগুড়িতে ঘটে যাওয়া এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার ঘটনায় মনে করা হচ্ছে যে, পায়রার পায়ে বাঁধা জিনিসটি আসলে একটি ক্যামেরা। তাতে মাইক্রোচিপ রয়েছে। এদিকে, জলপাইগুড়ির ঘটনায় স্থানীয় কোতওয়ালি থানার পুলিশ বলছে, এক স্থানীয় বিক্রেতা ওই পায়রাকে খুঁজে পান। তিনি সহজে ওই পায়রাকে ধরে ফেলেন কারণ ওই পায়রা দুর্বল ছিল । অতিকষ্টে সে নড়াচড়া করতে পারছিল। পুলিশ বলছে, ‘স্থানীয়রা জানাচ্ছেন, পায়রার পায়ে একটি রিং ছিল, তাতে একটি নম্বর খোদাই করা ছিল।’ ( ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মেরে সন্তান হত্যায় অভিযুক্তকে জামিন! কোথায় ঘটল?)

স্থানীয় এক ব্যক্তি বলছেন, ‘আমরা ওই নম্বরে ফোন করেছি। সেটি হিমাচল প্রদেশে কারোর নম্বর। যদিও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা মনে করছি, হিমাচল প্রদেশ থেকে এই পাখি উড়ে এসেছে। ’পুলিশ বলছে, রবিবার ওই পাখিকে ধরা হয়েছিল। এরপর ঝড়ের মধ্যে পায়রাটি মারা যায়। পায়রা মারা যাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বলছে, ‘অনেকেই বলছেন, এমডি আকবর নামটিও ওই রিংয়ে খোদাই করা ছিল।’ উল্লেখ্য, ওড়িশার ঘটনার পর পশ্চিমবঙ্গে এমন পায়রা উদ্ধারের ঘটনা ঘিরে নতুন করে একাধিক প্রশ্ন উঠছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup