ফের ‘গুরু গ্রেগ’-কে কাঠগড়ায় দাঁড় করালেন বীরু, কী বললেন?। Big controversy, Virender Sehwag takes a dig to Greg Chappell

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) কেমন আদায়-কাঁচকলা সম্পর্ক সেটা সবাই জানে। এবার বীরেন্দ্র শেহওয়াগও (Virender Sehwag)’গুরু গ্রেগ’-এর বিরুদ্ধে মুখ খুললেন। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচে কীর্তি ফাঁস করলেন শেহওয়াগের দাবি, তাঁর কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বীরু বলেছেন, “গ্রেগ চ্যাপেল ভারতীয় দলে যোগ দেওয়ার সময় আমাকে অধিনায়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মাস দুয়েক পর দেখলাম, আমিই দলের বাইরে! কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা আমি এখনও জানি না। দু’মাসে কী এমন হল যে, আমি ভারতীয় দল থেকেই বাদ পড়ে গেলাম!” নজফগড়ের নবাব ফের যোগ করেন, “আমি বরাবর বিশ্বাস করে এসেছি, ভারতীয় দলকে কোচিং করানোর মতো ভালো কোচ রয়েছেন। বিদেশি কোচের দরকার নেই।” 

আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখে নিন ২০০৮-২০২২ পর্যন্ত চ্যাম্পিয়নের তালিকা

আরও পড়ুন: Rohit Sharma on Surya Kumar Yadav: ‘গোল্ডেন ডাক’-এর হ্যাটট্রিক করা অস্তাচলে যাওয়া সূর্যর পাশে রাহুল-রোহিত

জন রাইট বিদায় নেওয়ার পর গেগ্র চ্যাপেলকে কোচ করে আনেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় নাকি বীরু তাঁর সতীর্থদের কাছে বিদেশি কোচদের নিয়োগ নিয়ে প্রশ্ন করেছিলেন। পর ফের কেন বিদেশি কোচ আনার দরকার তা জানতে চেয়েছিলেন বীরু। সেই প্রসঙ্গে শেহওয়াগ ফের বলেন, “বিদেশি কোচদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সেটা সতীর্থদের জানিয়েওছিলাম। তখন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণের মতো সিনিয়ররা বিদেশি কোচদের হয়েই সওয়াল করেছিলেন।”  

ভারত ২০১১ সালে গ্যারি কার্স্টেনের কোচিংয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তাঁকেই সেরা বিদেশি কোচ হিসেবে বেছে নিয়েছেন শেহওয়াগ। তিনি শেষে বলেন, “আমি মনে করি ভারতীয় দলকে কোচিং করানোর দরকার পড়ে না। একজন ম্যানেজার দরকার যিনি সব প্লেয়ারকে একত্রিত করতে পারেন এবং বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারেন। এমন কোচ দরকার কোন প্লেয়ারের কতটা প্র্যাকটিস প্রয়োজন।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)