শুধুই অপেক্ষা…ক্য়ানসারে আক্রান্ত সিধুর স্ত্রী, জেলবন্দি স্বামীকে আবেগভরা চিঠি

এক বছরের জন্য় জেলবন্দি পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্ত ক্রিকেটার নভোজৎ সিং সিধু। পাতিয়ালা কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন তিনি। ১৯৮৮ সালে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে খুন করার ঘটনায় জেলবন্দি তিনি। এদিকে তাঁর স্ত্রী বর্তমানে ক্য়ানসারে আক্রান্ত। স্টেজ ২তে রয়েছেন তিনি।

এদিক স্বামীর সঙ্গে অনেকদিন দেখা হয় না স্ত্রীর। তিনি তাঁর জেলবন্দি স্বামীকে চিঠি লিখেছেন। আর সেই চিঠির ছত্রে ছত্রে বন্দি স্বামীর প্রতি তাঁর আবেগ। একটি টুইটে তিনি উল্লেখ করেছেন, যে অপরাধটা তিনি করেননি সেই অপরাধেই স্বামীকে জেল খাটতে হচ্ছে। তোমার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করছি। হয়তো বাইরে থেকেও তোমার থেকে বেশি কষ্ট ভোগ করছি। আগের মতোই তোমার যন্ত্রণা কমানোর চেষ্টা করছি। জানলাম খারাপ কিছু হয়েছে আমার জন্য। তোমার জন্য় অপেক্ষা করছি। সত্যটা খুব শক্তিশালী।কিন্তু বার বার পরীক্ষা নেওয়া হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। তোমার জন্য় অপেক্ষা করতে পারছি না। মারণ ক্যানসারের স্টেজ ২তে রয়েছি। আজ একেবারে ছুরির নীচে এসে দাঁড়িয়েছি। কাউকে দোষারোপের কিছু নেই। হয়তো এটা ভগবানের পরিকল্পনা ছিল। খুব যথার্থ হয়েছে।

 

এদিকে টুইট থেকে বোঝা যাচ্ছে সিধুর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। শরীরের কিছু পরিবর্তন দেখে তিনি চিকিৎসককে দেখিয়েছিলেন। তখন ক্যানসার ধরা পড়ে। বৃহস্পতিবার তাঁর অপারেশনের কথা রয়েছে। এবার তিনিই জেলবন্দি স্বামীকে আবেগঘন চিঠি লিখলেন।

এদিকে প্রায় ৩৪ বছর আগের একটা ঘটনায় জেল খাটছেন সিধু। এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

সিধুর স্ত্রী এই টুইট পড়ে আবেগে ভেসেছেন অনেকেই। স্ত্রী নিজেও অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে স্বামীও জেলবন্দি। এই সময়তেও তিনি স্ত্রীর পাশে থাকতে পারছেন না। সব মিলিয়ে একেবারে অসহায় অবস্থা। তবে তিনি অবশ্য় এই পরিস্থিতির জন্য় কাউকে দোষারোপ করেননি। তিনি নিজের দুর্দশার কথা তুলে ধরেছেন। এর সঙ্গেই জীবনের কঠিনতম সময়ে সত্য়ের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এই টুইট পড়ে চোখে জল এসেছে অনেকের। স্বামীর জন্য অসুস্থ স্ত্রীর এই অপেক্ষা কিন্তু সিধু জেলবন্দি থাকায় আসতে না পারার ঘটনার জেরে মন ভারাক্রান্ত হয়েছে অনেকেরই। তবে দুজনেই কার্যত অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিটি মিনিট যেন অনন্ত অপেক্ষা দুজনের।