Offbeat Darjeeling: ফুলের নামে পাহাড়ের এই সুন্দরী, ভালোবাসার গ্রাম কাফেরগাঁও

সমতলে গরম পড়তে শুরু করেছে। রোদের তাপ ক্রমশ চড়ছে। চারদিকে ব্যস্ততা। ট্রাফিক জ্যাম। কাজের চাপ। ইঁদুর দৌড়। রোজকার কর্মব্যস্ত জীবন। ভিড় বাসে চেপে একবার কী মনে হচ্ছে দূর পাহাড়ে দুদিন একটু কাটিয়ে আসবেন? তবে আপনার দুদিনের গন্তব্য হতেই পারে কাফেরগাঁও।

 ওই পাহাড় আজও কুয়াশায় ঢাকা। সেই কুয়াশায় ঢাকা রাস্তা, পাইন বনের সারি আর নির্জনতা, পাহাড়প্রেমীদের কাছে এই তিনটি খুবই প্রিয়। আর রোজকার কর্ম ব্যস্ত জীবনে যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য দিন দুয়েকের আদর্শ ঠিকানা হতে পারে কালিম্পং এর কাফেরগাঁও। অপরূপ সুন্দরী পাহাড়ি গ্রাম। চোখ ফেরাতে পারবেন না। তার সঙ্গে মনটাও জুড়িয়ে যাবে। 

ফুলের নামে নাম এই গ্রামের। লেপচা শব্দ কাফের মানে এক ধরনের ফুল। স্থানীয়রা এমনটাই বলেন। আর সেই ফুলের দেশে আপনি দুরাত কাটিয়ে যেতেই পারেন। চারদিকে সবুজে সবুজ। দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আর একবার মনে মনে ভাবুন, হোমস্টের বারান্দায় বসে আপনি গরম চায়ে চুমুক দিচ্ছেন।আর সদ্য যারা বিয়ে করেছেন যদি ভাবেন  নির্জনতায় কোথাও ঘুরে আসবেন, তাঁদের জন্য আদর্শ জায়গা কাফেরগাঁও। অনেকেই বলেন, দার্জিলিঙে ভিড়ে হনিমুনে গেলেও পাড়ার কাকুর সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু এই কাফেরগাঁওতে চারপাশে চেনা মুখে কোনও ভিড় নেই। 

ঘরের ভেতর থেকে আলতো করে প্রিয় মানুষটিকে ডেকে আনতে পারেন হোমস্টের বারান্দায়। আর তারপর শুধুই হারিয়ে যাওয়া।

কালিম্পং থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার। লোলেগাঁও থেকে খুব কাছে। অনেকে আবার লোলেগাঁও এর একাংশকে কাফেরগাঁও বলে উল্লেখ করেন।

এখান থেকেই লাভা রিশপ ঝাণ্ডিদারা ঘুরে আসতে পারেন।চারখোল কাছে। সেখানেও ঘুরে আসতে পারেন।

একাধিক হোমস্টে আছে। সেখানে থাকতে পারেন। আগে থেকে বুক করে এলেই ভালো। গ্রামে নির্জন জায়গায় গিয়ে বসুন। মন ভালো হয়ে যাবে।

ফুলে ঢাকা গোটা গ্রাম। এখানে আসলে ইকোট্যুরিজম কে প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে।

এনজিপি থেকে এখানকার দূরত্ব প্রায় ১২৫ কিমি। এনজিপি স্টেশন, বাগডোগরা, দার্জিলিং মোড় বা তেনজিং নরগে বাসস্ট্যান্ডের সামনে থেকে গাড়ি পেয়ে যাবেন। সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন কাফেরগাঁও। একটু অপেক্ষা করলে শেয়ার গাড়ি ও পাবেন। এতে খরচ কিছুটা কমবে।

অনেকের নিউমাল স্টেশনে নেমে কাফের গাঁও যাওয়ার গাড়ি ভাড়া করেন। সেভাবেও আসতে পারেন।