Suvendu Adhikari: আবার মানহানি মামলার সম্মুখীন শুভেন্দু অধিকারী, আদালতের দ্বারে মন্ত্রী পুলক

এমনিতেই নানা মামলা রয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। এবার তার সঙ্গে আরও একটি মানহানি মামলা যুক্ত হল। কারণ কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে ‘ফেরুল’ কেনা–সহ নানা বিষয় নিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে ভুয়ো অনিয়মের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে রাজ্যের মন্ত্রীর সম্মানহানি হয়েছে। তাই এবার শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন পুলক রায়।

ঠিক কী বলেছেন মন্ত্রী?‌ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে ফৌজদারি মামলা করেন মন্ত্রী পুলক রায়। আর তিনি বিষয়টি নিয়ে বলেন, ‘গত ১১ নভেম্বর শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে অসত্য, ভুয়ো অভিযোগ করেন। আমি ১৭ নভেম্বর তাঁকে আইনি চিঠি পাঠিয়েছিলাম। তিনি উত্তর দেননি। তাই গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে মানহানির মামলা করি। এমনকী ফৌজদারি ধারাতেও মানহানির মামলা করলাম।’ যদিও শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর কী জানা যাচ্ছে?‌ একাধিকবার কেন্দ্রের শংসাপত্র পেয়েছে রাজ্য। নানা প্রকল্পের প্রশংসা পেয়েছে। এমনকী দুয়ারে সরকার প্রকল্পকে বিশেষ সম্মান দিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে ভুয়ো অভিযোগ তোলায় মামলা হয়েছে নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে। সূত্রের খবর, এই মামলা সংক্রান্ত কাগজপত্র এখনও পর্যন্ত শুভেন্দুর কাছে পৌঁছয়নি। শুভেন্দু অদিকারী অভিযোগ করেছিলেন, খোলা বাজারে যে ফেরুলের দাম ২১৩ টাকা, সেটাই কেনা হয়েছে ৫৭০ টাকা দিয়ে। ১০৮৬ কোটি টাকার প্রকল্পে ন্যূনতম ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

ঠিক কী বক্তব্য বিজেপির?‌ মানহানি মামলার বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে। তাই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘গোটা তৃণমূল দলটাই শুভেন্দু অধিকারী সিনড্রোমে ভুগছে। বিরোধী দলনেতাকে যে যত বেশি অপ্রাসঙ্গিক আক্রমণ করতে পারবে, দলের মধ্যে সে তত বেশি প্রাসঙ্গিক হবে। তাই মন্ত্রী এই মামলা করে দলে প্রাসঙ্গিক হতে চাইছেন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup