Ajay Banga tested Covid Positive: কোভিডে কাবু বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট নমিনি অজয় বঙ্গা, বাতিল মোদীর সঙ্গে বৈঠক

ভারতে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা ছিল বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত অজয় বঙ্গার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর। তবে দিল্লিতে উচ্চ পর্যায়ের এই বৈঠকের আগেই কোভিড আক্রান্ত হলেন অজয় বঙ্গা। এর জেরে নির্মলা এবং মোদীর সঙ্গে অজয় বঙ্গার পূর্বকল্পিত বৈঠকগুলি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে এসে নিয়ম মেনে করোনা পরীক্ষা করান অজয় বঙ্গা। পরীক্ষার ফলাফল এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত। বৃহস্পতিবার থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। (আরও পড়ুন: ডিএ আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি জারি পর্ষদের, বলা হল কী?)

সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে অজয় বঙ্গাকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে সফর শুরু করেন অজয় বঙ্গা। মনে করা হচ্ছে, এই সফরকালেই বঙ্গা কোভিড আক্রান্ত হয়েছেন। নিজের মনোয়নের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সমর্থন জোগাড় করতে একপ্রকার প্রচার অভিযানেই নেমেছেন বঙ্গা। এমনিতে মার্কিন মনোনীত প্রার্থীই চিরাচরিত ভাবে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হয়ে থাকেন। এই আবহে বঙ্গার এই পদে বসা প্রায় নিশ্চিত। বাংলাদেশ, আইভরি কোট, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, কোরিয়া প্রজাতন্ত্র এবং ব্রিটেনের মতো দেশ ইতিমধ্যেই বঙ্গাকে সমর্থন জানিয়েছে। বঙ্গার নাম মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণার পরই ভারতও সমর্থন জানিয়েছিল বঙ্গাকে।

আরও পড়ুন: ডিএ আন্দোলনই ‘কাঁটা’, সরকারি কর্মীদের অনড় অবস্থানে মাথায় হাত পড়বে তৃণমূলের?

উল্লেখ্য, বঙ্গা একময় মাস্টার কার্ডের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের পর তিনি বিশ্বের বহু দেশে গিয়ে সেখানকার সরকারের শীর্ষস্থানীয় নেতা এবং আধিকারিক, শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। বর্তমানে বিশ্ব ব্যাঙ্কের প্রধান ডেভিড মালপাস। তিনি অবসর গ্রহণ করলেই সেই পদে দায়িত্ব নিতে পারেন অজয় বাঙ্গা। ভারত তাঁর মনোনয়নকে সমর্থন জানিয়েছে ইতিমধ্যেই। এই আবহে ভারতে এসে প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ ছিল।