Covid 19 and H3N2 dual infections: এইচ৩এন২ ও কোভিডের জোড়া হামলা, কোন চিকিৎসা কাজে দেয় এ বিপদে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

এইচ৩এন২ ভাইরাস আর কোভিড-১৯। দুই ভাইরাসের জোড়া বিপদ সারা ভারত জুড়েই ঘনিয়ে উঠছে। দুটি বড় সংক্রমক রোগের আশঙ্কায় নানা সতর্কতা জারি করছে প্রশাসন। ইতিমধ্যে দেশ জুড়ে ৪৫১ জন এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনফ্লুয়েঞ্জার নয়া ভাইরাস এইচ৩এন২-এর সংক্রমণের মধ্যেই নতুন করে মাথা চাড়া দিচ্ছে কোভিড ভাইরাস। দেশের নানা প্রান্তে বেড়ে চলেছে কোভিড ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। এমন জোড়া সংক্রমণের মধ্যে অনেকেই ধন্দ রয়েছেন একটি বিষয়ে। এই দুই ভাইরাস কি একসঙ্গে আক্রমণ করতে পারে? দুইয়ের জোড়া আক্রমণে কী কী উপসর্গ দেখা দিতে পারে রোগীর? দেখে নেওয়া যাক, এই ব্যাপারে কী বলছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: বর বউয়েরও রয়েছে নানা রকমফের, আপনি কোন দলে জানেন কি

আরও পড়ুন: ইনডাকশনে রান্না চেটেপুটে খাবেন, শুধু মনে রাখুন কয়েকটি টিপস

বিশেষজ্ঞদের কথায়, এই দুই ভাইরাসে যে কেউ একই সময়ে সংক্রমিত হতে পারে‌। আর তেমনটা হলে উপসর্গ আরও জটিল হয়। তেমনটাইই জানাচ্ছেন ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক অরুণ চৌধুরি কোটারু। আর্টেমিস হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘কোভিড আর এইচ৩এন২ দুটিই সংক্রমক রোগ। ব্যাকটেরিয়ার মতোই দুটো ভাইরাস একই সঙ্গে একই শরীরে বাস করতে পারে। এই দুটি ভাইরাসই ফুসফুসে সংক্রমণ ঘটায়। তাই প্রায় একই উপসর্গ দেখা যায়‌ দুই রোগে।’ তবে এমন জোড়া সংক্রমণে পড়লে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল ওষুধ খেতে বারণ করেন চিকিৎসকরা। বরং উপসর্গের চিকিৎসা করলে অনেকটা উপকার পাওয়া যায়।

আরও পড়ুন: ‘সেক্স না করে আর থাকতে পারছি না, বিরক্ত লাগছে’, জেলারের কাছে আবদার পর্ন তারকার

আরও পড়ুন: ‘সুখী’ মানুষ কমছে ভারতে, পিছনে ৫টি বড় কারণ! আপনিও কি এই সমস্যায় ভুগছেন

চিকিৎসক অরুণ চৌধুরীর কোটারুর কথায়, ‘বেশিরভাগ ভাইরাল রোগে মাঝারি থেকে উচ্চমাত্রার জ্বর হয়। এছাড়াও ম্যালজিয়া, পাতলা পায়খানা ও প্রচন্ড দুর্বলতার লক্ষণও দেখা দেয়। এই উপসর্গগুলির চিকিৎসা করলেই অনেকটা সেরে ওঠে রোগী। সংক্রমণের পরীক্ষা করতে নাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব সংগ্ৰহ করে পরীক্ষা করা হয়। উপসর্গের চিকিৎসার পাশাপাশি এই সময় প্রচুর পরিমাণে জল খাওয়া জরুরি। তাতে শরীর হাইড্রেটেড থাকে। তবে মোট আক্রান্তের ১ শতাংশ রোগীর তীব্র শ্বাসকষ্ট ও মাথাব্যথা হয়।’ এমনটা হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর চিকিৎসক পরিস্থিতি বুঝে চিকিৎসা করেন। তবে সংক্রমক রোগ থেকে বাঁচতে সবসময় মাস্ক পরা ও পরিষ্কার থাকার মতো অন্যান্য জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup