Elephant Missing: দাঁতাল নিখোঁজ! আরামবাগের হাতি হারিয়ে গেল বক্সায়, খুঁজছে বনদফতর

আস্ত হাতির খোঁজ মিলছে না। রীতিমতো রেডিও কলার পরিয়ে বিরাট হাতিকে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে তার আর খোঁজ মিলছে না। মানে সেটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এমনটাই সূত্রের খবর।এবার সেই হাতিটির সম্পর্কে একটু জেনে নিন। এটি হল সেই হাতি যেটি হুগলির আরামবাগ ও বর্ধমানের রায়নায় কার্যত তাণ্ডব চালিয়েছিল। সেটিকে কোনওরকমে কাবু করে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়েছিল। সেটি কোথায় রয়েছে তার অবস্থান জানতে রেডিও কলারও পরিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু বক্সার গভীর জঙ্গলে কোথায় হারিয়ে গেল সেই হাতি তা কিছুতেই বুঝতে পারছে না বনদফতর। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও চলেছে। কিন্তু অত বড় জঙ্গলের মধ্য়ে কোথায় গেল হাতিটি সেটা বুঝতে পারা অত সহজ কাজ নয়। তবে হাতিটি কীভাবে কোন পরিস্থিতিতে রয়েছে সেটা খুঁজে বের করাটাই এখন বনদফতরের কাছে বড় চ্যালেঞ্জ।

বনদফতরের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনেক চেষ্টা করেও ওই বুনো হাতির খোঁজ মিলছে না। এটা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে।

এদিকে বনদফতরের চিন্তার মূল কারণ হল এই হাতির বিরাট দুটি দাঁত রয়েছে। আর চোরাশিকারীদের এই দাঁতের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। সেক্ষেত্রে তারা যদি এই হাতির সন্ধান পায় তবে বিপদ হতে পারে। সেকারণেই বিশেষভাবে সতর্ক হচ্ছে বনদফতর।

তবে শেষ তাকে অসমের দিকে যাচ্ছে বলে জানা গিয়েছিল। তারপর কোথায় গেল হাতিটি? তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই হাতিটির শরীরে যে রেডিও কলার রয়েছে সেটা জিএসএম নেওয়ার্কে যে প্রযুক্তি থাকে সেই প্রযুক্তি নির্ভর। সেক্ষেত্রে হাতি যদি গভীর জঙ্গলে থাকে তবে তার নেটওয়ার্ক পাওয়া যায় না। আবার হাতি নেটওয়ার্কের মধ্যে এলে তার অবস্থান বোঝা যাবে। তবে জিপিএস প্রযুক্তি যুক্ত করা থাকলে এই সমস্যাটা হত না। কিন্তু সেই হাতি গেল কোথায়?

তবে হাতি যদি লোকালয়ে বেরিয়ে পড়ে তবেও সমস্যা হতে পারে। আবার এই জঙ্গল তার পরিচিত নয়। এখানকার করিডর ধরে সে বছরের পর বছর ধরে গিয়েছে এমনটাও নয়। তবে হাতি এক জঙ্গল থেকে অপর জঙ্গলে চলে যায়। এর আগেও রেডিও কলার পরানো হাতি বক্সা থেকে চলে গিয়েছিল মেঘালয়ে। তবে আরামবাগে তাণ্ডব চালানো সেই হাতি শেষ পর্যন্ত কোথায় গেল তা ভেবে কূল পাচ্ছে না বনদফতর।