How To Protect Children Not Only From Malnutrition, But Also From TB?


World TB Day 2023 ABP LIVE EXCLUSIVE : প্রতি বছর ২৪ মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। অনেকেরই ভ্রান্ত ধারণা TB ‘গরিবের অসুখ’। ভারতে কোভিড পরবর্তীতে হু হু করে বেড়েছে যক্ষ্মা বা TB বা Tuberculosis রোগীর সংখ্যা। আর শুধু অপুষ্টির কারণে নয়, এ রোগের শিকার এখন স্বচ্ছল পরিবারের মানুষ রাও। বিশেষত শিশুদের মধ্যে চোখে পড়ার মতো বেড়েছে সংক্রমণ। কী লক্ষণ? কীভাবে সারবে? বিস্তারিত আলোচনায় চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি।