Renuka Chowdhury: নিশানায় মোদী, কোমর কষছে কংগ্রেস? ‘শূর্পনখা’ মন্তব্য প্রসঙ্গ তুলে রেণুকার কণ্ঠে কীসের ইঙ্গিত

২০১৯ সালের এক মামলায় রাহুল গান্ধীকে সদ্য ২ বছরের কারাদণ্ড সমেত ১৫ হাজার টাকার জরিমানা ঘোষণা করেছে মোদীগড় গুজরাটের সুরাটের কোর্ট। তার জেরে শুক্রবার সাংসদ পদ খোয়াতে হয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে। এই পরিস্থিতিতে কোমর কষে ময়দানে নামতে চাইছে কংগ্রেস। রেণুকা চৌধুরী জানাচ্ছেন, সংসদের উচ্চকক্ষে ২০১৮ সালে নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় তাঁকে যেভাবে ‘শূর্পনখা’ বলে কটাক্ষ করেন, তা নিয়ে এবার মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন এই কংগ্রেসের নেত্রী।

রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার আগে থেকেই সুরাটের কোর্টের রায়ের পর কংগ্রেস শিবিরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভের পারদ চড়তে থাকে। সেই সময়ই রেণুকা চৌধুরী টুইটে লেখেন,’দেখব এবার ফাস্ট ট্র্যাক কোর্টগুলি কত তাড়াতাড়ি কাজ করে।’ উল্লেখ্য, সংসদে রাজ্যসভায় ২০১৮ সালে নরেন্দ্র মোদীর ভাষণের সময়ের এক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রেণুকা চৌধুরী। সেখানে দেখা যায়, নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় কক্ষে শোনা গিয়েছিলতৎকালীন সাংসদ রেণুকার হাসির শব্দ। তখনই নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেন, রাজ্যসভার চেয়ারম্যান যাতে রেণুকা চৌধুরীকে এমন হাসি চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন,কারণ টিভিতে ‘রামায়ণ’সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। রেণুকা চৌধুরীর হাসি নিয়ে কটাক্ষ করেই তখন নরেন্দ্র মোদী ‘শূর্পনখা’ মন্তব্যটি করেন। ( রাহুলের আগে দেশের এই হেভিওয়েট বিধায়ক, সাংসদদের পদও খারিজ হয়েছে! তালিকা একনজরে)

রেণুকা নিজের টুইটে লেখেন যে তাঁকে ‘শূর্পনখা’ হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে রাহুল গান্ধী ‘মোদী’ পদবী নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন। নীরব মোদী, বিজয় মালিয়া সমেত একাধিক জনকে কটাক্ষ করে তিনি ওই ক্ষোভের সুর চড়ান। সেই ঘটনা ঘিরে ফৌজদারি মানহানির মামলা রাহুলের বিরুদ্ধে দায়ের হয়। এরপর সুরাট কোর্টে সেই মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী।