Tuberculosis signs: হলে এই উপসর্গগুলি অনেকেই এড়িয়ে যান, আপনিও সেই দলে নেই তো

প্রতি বছরের মতো এই বছরেও ২৪ মার্চ পালন করা হচ্ছে বিশ্ব টিবি দিবস। এই বিশেষ দিনটি পালন করা হয় টিবি রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রতি বছর এই দিনটিতে একটি বিশেষ ভাবনা বা থিম বেছে নেওয়া হয়। তেমনই এই বছরের থিম হল ‘হ্যাঁ, আমরা টিবি রোগকে ধ্বংস করতে পারি!’ টিউবারকিউলোসিস বা যক্ষ্মা ফুসফুসের একটি গুরুতর রোগ। টিবির ব্যাকটেরিয়া ফুসফুসকেই শুধু আক্রমণ করে তা নয়, এই ব্যাকটেরিয়া দেহের অন্যান্য অঙ্গেরও ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের কথায়, সারা বিশ্বের মোট টিবি রোগীর ২৮ শতাংশই রয়েছে ভারতে। তাই ভারতেই এই রোগের ভয় মাথাচাড়া দিয়ে উঠছে। এছাড়াও. এখনকার সময়ে কোভিড ও এইচ৩এন২ ব্যাকটেরিয়াও এই রোগকে আরও মারাত্মক করে তুলতে পারে। 

আরও পড়ুন: খাওয়ার জল প্রায় শেষ! কলকাতার জলে বিষ, কী হতে চলেছে আগামী ২ বছরে

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে বেলাগাম খরচ? মাঝরাতেই অভিযোগ জানান, রইল রাজ্যের নয়া হেল্পলাইন

জেন মাল্টিস্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নমন আজওয়ানি বলেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসই টিবি রোগের জন্য দায়ী। এই ব্যাকটেরিয়া ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি সাধারণত হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। অতিমাত্রায় সংক্রমক এই রোগ অনেক সময় শরীরে বছরের পর বছর বাসা বেঁধে থাকলেও টের পান না রোগী।

আরও পড়ুন: ঘুমোনোর সময় নাক ডাকছেন? অ্যাডনয়েডাইটিস নয় তো? কেন এই রোগ হতে পারে জানেন

আরও পড়ুন: এইচ৩এন২ ও কোভিডের জোড়া হামলা, কোন চিকিৎসা কাজে দেয় এ বিপদে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

টিবি রোগে নয়টি বড় উপসর্গ দেখা যায়। যা দেখে সহজেই রোগটি বোঝা সম্ভব। 

  • কাশির সঙ্গে রক্ত: টিবি রোগের বড় লক্ষণ হল কাশির সঙ্গে রক্ত বার হওয়া। এর থেকেই বোঝা যায় টিবি হয়েছে।
  • দুর্বলতা: বেশ কয়েক দিন ধরে শরীর প্রচন্ড দুর্বল। একই সঙ্গে কাশি ও জ্বর হচ্ছে! বিশেষজ্ঞদের কথায়, এটি টিবির লক্ষণ।
  • ক্লান্তি: কাজ করার শক্তি নেই তেমন। কোনও কাজ করতেও ইচ্ছে করছে না। টিবি রোগের বড় লক্ষণ এই ক্লান্তি।
  • ওজন কমে যাওয়া: টিবি হলে আরেকটি বড় উপসর্গ দেখা যায়। তা হল ওজন দ্রুত কমে যাওয়া।
  • হালকা জ্বর: মাঝে মাঝেই হালকা জ্বরে ভুগছেন। বারবারেই এমনটা হচ্ছে। টিবি রোগের আরেকটি উপসর্গ এই জ্বর।
  • রাতে ঘাম: রাতে ঘুমোনোর সময় প্রচন্ড ঘাম হয়। এই উপসর্গ থাকলে টিবি রোগের আশঙ্কা রয়েছে।
  • শ্বাসকষ্ট: টিবির ব্যাকটেরিয়া ফুসফুসে আক্রমণ করে। তাই শ্বাসকষ্ট অন্যতম বড় লক্ষণ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup