WPL 2023 Mitchell Starc Cheers Wife Alyssa Healy Wearing UP Warriorz Jersey Against MI-W See Pic


মুম্বই: বিশ্বক্রিকেটে একমাত্র স্বামী-স্ত্রী জুটি হিসাবে বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে অ্যালিসা হিলি (Alyssa Healy) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) দখলে। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকেই বহুবার ম্যাচ চলাকালীন নিজের পার্টনারের সমর্থন মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ডব্লিউপএলের (WPL 2023) প্লে-অফেও আবার সেই দৃশ্য ধরা পড়ল।

হিলির সমর্থনে স্টার্ক

স্ত্রী অ্যালিসা হিলির হয়ে গলা ফাটাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হাজির মিচেল স্টার্ক। ২৪ মার্চ, শুক্রবার ডব্লিউপিএলের প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের (MI Women) মুখোমুখি হয়েছে ইউপি ওয়ারিয়ার্স (UP Warriorz)। ইউপির অধিনায়ক হিলি। ঘটনাক্রমে, আজ আবার অ্যালিসা হিলির জন্মদিনও বটে। স্ত্রীর জন্মদিন পালন করার উদ্দেশ্যে ম্যাচের আগে ইউপির টিম হোটেলেও হাজির হয়েছিলেন মিচেল স্টার্ক। সেখানে কেক কেটে জন্মদিন পালন করেন হিলি। কেক কাটার পর হিলির মুখে ক

কও মাখান স্টার্ক।

 

সকালে কেক কেটে জন্মদিন পালন তো ছিলই। সন্ধেবেলায় ইউপির জার্সি গায়ে মাঠেও উপস্থিত হন স্টার্ক। প্রসঙ্গত, এর আগেও ঠিক উল্টো ঘটনারও সাক্ষী থেকেছে ভারত। ২০১৫ সালে স্টার্ক আইপিএলে খেলার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে হিলিকে গ্যালারিতে দেখা গিয়েছিল। এবার হিলির হয়ে গলা ফাটাতে গ্যালারিতে হাজির স্টার্ক।

 

ম্যাচের প্রথম ইনিংস

তখন ১৬ ওভার সবে শেষ হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৮/৩। তখনও মনে হচ্ছিল, ম্যাচের লাগাম রয়েছে ইউপি ওয়ারিয়র্সের হাতে।

পরের চার ওভারে সব ওলট পালট হয়ে গেল। বলা ভাল, ওলট পালট করে দিলেন ন্যাট সিভার ব্রান্ট। ৩৮ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। শেষ ৪ ওভারে ৬৬ রান যোগ করল মুম্বই! একটা সময় যেখানে মনে হচ্ছিল দেড়শো করবে মুম্বই, সেখানে তাদের ইনিংস শেষ হল ১৮২/৪ স্কোরে। ফাইনালে উঠতে গেলে ১৮৩ রান তুলতে হবে ইউপি ওয়ারিয়র্সকে। যে কাজ বেশ কঠিন হতে পারে।

আরও পড়ুন: দুজনে একসঙ্গে খেললে দুর্দান্ত, প্রতিপক্ষদের হুঁশিয়ারি আইপিএল চ্যাম্পিয়ন দলের স্পিনারের