আমি জড়িত নই, আট বছর স্বামীর মুখ দেখিনি, দাবি অয়ন শীলের স্ত্রী কাকলির

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী। স্বামীর মালিকানাধীন কোম্পানিতে ডিরেক্টর হিসাবে পাওয়া গেছে তাঁর নাম। ছেলের নামে পাওয়া গেছে পেট্রোল পাম্প। তবু তাঁর দাবি, তিনি এসবে যুক্ত নয়। শনিবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে এসে এমনই আজব যুক্তি দিলেন অয়ন শীলের স্ত্রী কাকলি শীল। অয়নের সঙ্গে দেখা করতে এদিন নিজে থেকে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। তবে ইডির আধিকারিকরা তাঁকে দেখা করতে দেননি।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় কাকলি শীল বলেন, আমি ৮ বছর ওর সঙ্গে থাকি না। ৪ বছর আগে ছেলেকে নিয়ে দিল্লি চলে যাই। তার আগে ও ওর কন্সট্রাকশন সাইটে থাকত। এই ৮ বছরে ওর সঙ্গে আমার একটা ছবিও দেখাতে পারবেন না। তবে আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। আমি ওর সংস্থার ডিরেক্টর একথা ঠিক। তবে সংস্থার কাজকর্ম সম্পর্কে কিছুই জানি না। ছেলের নামে কে পেট্রোল পাম্প কিনল তাও জানি না। বাবা বলেছে বলে ছেলে হয়ত সই করে দিয়েছে। কিন্তু এসবের ব্যাপারে ছেলেও কিছু জানে না।

তিনি আরও বলেন, আমি ২০০ শতাংশ নিশ্চিত যে আমাদের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই।