বাখমুতে যুদ্ধ স্থিতিশীল হচ্ছে: ইউক্রেনীয় কমান্ডার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ছয় মাস ধরে চলমান রুশ আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করে আসছে কিয়েভ সেনারা। শহরটিতে এখন যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ার দাবি করেছেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ বার্তা জানান তিনি।

ফেইসবুক বার্তায় ভ্যালেরি বলেন, ‘ইউক্রেনের জন্য বাখমুতের পরিস্থিতি এতদিন কঠিন থাকলেও সেনাদের কঠোর প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।’ যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাডাকিনের সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর ফেইসবুকে এই বার্তা জানান তিনি।

বাখমুতে রুশ সেনারা পিছু হঠছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এমন দাবি করেন ইউক্রেনীয় পদাতিক বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি। টেলিগ্রামে সিরস্কি বলেছেন, এই লড়াইয়ে রাশিয়া উল্লেখযোগ্য শক্তি হারাচ্ছে। খুব শিগগিরই আমরা এই সুযোগ কাজে লাগাব। অতীতে কিয়েভ, খারকিভ, বালাক্লিয়া ও কুপিয়ানস্কে আমরা যেমনটি করেছি।

এদিকে ইউক্রেন যুদ্ধে সম্প্রতি বড় কোনও জয়ের দেখা না পাওয়ায় বাখমুত দখলে রাশিয়াও বেশ আগ্রাসী হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে চলমান পরিস্থিতির কারণে বাখমুতের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।   

চলতি মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তাদের অনুমান অনুসারে, বাখমুতে যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনাদের হতাহতের সংখ্যা সব মিলিয়ে প্রায় ২০ থেকে ৩০ হাজার। গত বছরের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে রুশ সেনারা ইউক্রেনের এ অঞ্চলটি দখলের চেষ্টা করে আসছে। সূত্র: বিবিসি