Chokher Alo: ২ বছরে ১০ লাখ! ছানি কাটিয়েছেন ‘চোখের আলো’ প্রকল্পে, জানালেন মমতা

‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’র মতো সাফল্যের সঙ্গে চলছে ‘চোখের আলো’ প্রকল্প। চোখের চিকিৎসা সংক্রান্ত রাজ্য সরকারের এই প্রকল্প দু’বছরের মধ্যে নজরকাড়া জনপ্রিয়তা পেয়েছে। শনিবার টুইট করে এই বার্তাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টুইটে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন এই প্রকল্পে কত জন মানুষ উপকৃত হয়েছেন তাঁর খতিয়ানও।

টুইটে তিনি লিখেছেন,’বাংলার মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা দূরীকরণে গত ২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্প চালু হয়। ১০ লক্ষ ছানি অপারেশন হয়েছে। স্কুলপড়ুয়া এবং প্রাপ্তবয়স্ক (৪৫-এর বেশি বয়স্ক) মিলিয়ে প্রায় ১৫ লক্ষ মানুষ বিনামূল্যে চশমা পেয়েছেন।’

২০২১ সালের ৪ জানুয়ারি বিধানসভা ভোটের ঠিক আগে নবান্ন থেকে এই ‘চোখের আলো’ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে রাজ্যেবাসীদের চোখের চিকিৎসার ব্যবস্থা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে ছানি কাটা, চশমা দেওয়ার পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যার সমাধান হয়। তার ক্রমশ জনপ্রিয়তা পায় এই প্রকল্প। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। সেই শিবিরে এবার প্রথম থাকবে ‘চোখের আলো’ ক্যাম্প।