HS chemistry wrong question: উচ্চমাধ্যমিকের রসায়ন প্রশ্নে ভুল? এক যৌগের চিহ্ন ভুল লেখা হয়েছে বলে অভিযোগ

শনিবার উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন পরীক্ষা ছিল। এবারের রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে বলে জানান বিষয়টির বিশেষজ্ঞ শিক্ষকরা। সেভাবে কোনও প্রশ্নই ঘুরিয়ে আসেনি। সাধারণ মানের পরীক্ষার্থীরাও এই পরীক্ষায় ভালো করে উত্তর লিখতে পারবে। শিক্ষকদের কথায়, মোটামুটি ৬০ থেকে ৬৫ নম্বরের মতো প্রশ্ন একদম সহজ এসেছে। তবে এর মধ্যেও একটি প্রশ্নে ভুলের কারণে বিভ্রান্তি হওয়ার আশঙ্কা ছিল। কী ছিল সেই প্রশ্ন? 

এই দিনের পরীক্ষায় জৈব রসায়নের বিভাগ থেকে একটি প্রশ্ন আসে। তাতেই একটি যৌগের রাসায়নিক নাম ভুল ছিল। ৫ নম্বর দাগের ‘সি’ দাগে ছিল প্রশ্নটি‌। কতকগুলি জৈব রসায়নের ফর্মুলা দিয়ে বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগ উৎপন্ন হবে তা লিখতে বলা হয়। সেখানে ‘সি’ দাগের চার নম্বর প্রশ্নটি ছিল অ্যাসিটোনের সঙ্গে শূন্য ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? তীর দাগ দিয়ে তার উপর বেরিয়াম হাইড্রক্সাইড ও উষ্ণতা লেখা ছিল। ঘাসিয়াড়া বিদ্যাপীঠের রসায়নের শিক্ষক তীর্থঙ্কর মাইতি বলেন, ‘বেরিয়াম হাইড্রক্সাইডের সঠিক ফর্মুলা হল Ba(OH)2। কিন্তু প্রশ্নে BA(OH)2 দেওয়া হয়েছে।’ 

বেরিয়াম মৌলটির রাসায়নিক চিহ্ন Ba। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলেও তেমনটাই লেখা হয়। কিন্তু প্রশ্নে লেখা হয় BA যা দৃশ্যতই ভুল চিহ্ন। তবে রসায়নের শিক্ষক তীর্থঙ্কর মাইতির কথায়, ‘আশা করি পরীক্ষার সময়  সঠিক যৌগ যে বেরিয়াম হাইড্রক্সাইড, তা পড়ুয়াদের বুঝতে অসুবিধা হবে না।’ পিরিয়ডিক টেবিল দেখলে মৌলগুলির মধ্যে B চিহ্ন বরাদ্দ করা হচ্ছে বোরনের জন্য। তবে শুধু A কোন মৌলের চিহ্ন হিসেবে নির্দিষ্ট করা নেই। সেদিক থেকে BA কোনও যৌগকে বোঝাচ্ছে না। এতে পড়ুয়াদের বিভ্রান্তি কিছুটা হলেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup