IPL 2023: Virat Kohli Joins Royal Challengers Bangalore Camp, Post Went Viral In Social Media


বেঙ্গালুরু: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। করোনা পর্ব কাটিয়ে ফের হোম অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আইপিএল। ফলে সব দল নিজের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে। সমর্থকদের মধ্যেও বাড়তি উন্মাদনা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক যোগ দিলেন আরসিবি শিবিরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে মাত্র কয়েক দিনের জন্য বাড়ি ফিরে যান বিরাট। কয়েক দিনের ছুটি কাটিয়ে আরসিবি দলের সঙ্গে যোগ দিলেন তিনি। নতুন উদ্যমে ফিরতে মরিয়া আরসিবির প্রাক্তন অধিনায়ক। গত কয়েক বছর অফ ফর্মের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি সেরা ফর্মে রয়েছেন। তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন কোহলি। এবার সেই ফর্মও আইপিএলে বজায় রাখতে চান।

শনিবার আরসিবি সোশ্যাল মিডিয়ায় বিরাটের ছবি পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, ‘হ্যাপি হোমকামিং কিংগ’। সেই পোস্ট সোশ্যাল মিড

য়ায় ভাইরাল হয়েছে।

 


কলকাতায় শার্দুল-উমেশ

শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট। লকি ফার্গুসনকে (Lockie Ferguson) নিয়ে উদ্বেগ। শাকিব আল হাসান, লিটন দাসদের প্রথম ম্যাচের আগে পাওয়া নিয়ে প্রশ্ন। এক ঝাঁক সমস্যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যেন প্রাণ ফেরালেন দুজন। উমেশ যাদব (Umesh Yadav) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

দুজনই শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছে। শনিবার মাঠেও হাজির হলেন। তবে বিদর্ভের পেসার উমেশ প্রস্তুতি ম্যাচে খেলেননি। তিনি কিছুক্ষণ মাঠে থেকে বেরিয়েও যান সতীর্থদের বেশ কিছুটা আগে। আইপিএলের আগে তরতাজা রাখতেই উমেশকে এদিনের ম্যাচে খেলাননি কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

তবে শার্দুল নেমে পড়লেন মাঠে। তিনি প্রস্তুতি ম্যাচে বলও করলেন। যা দেখে কেকেআর শিবির বেশ চনমনে। একের পর এক চোট আঘাতের খবরের মাঝেই শার্দুলের মাঠে নেমে পড়া নাইটদের কাছে এক ঝলক অক্সিজেনের মতো।

কেকেআরের হয়ে আগেও খেলেছেন শার্দুল। মুম্বইয়ের তারকা গত আইপিএলে অবশ্য খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত আইপিএলে দিল্লির হয়ে কার্যকরী বোলিং করেন। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুম্বইয়ের তারকা। এবার ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে শার্দুলকে দলে ফিরিয়েছে কেকেআর। কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবির শুরু হয়ে গেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন বলে শুরুর দিকে থাকতে পারেননি শার্দুল। তবে শুক্রবারই তিনি কলকাতায় পৌঁছে যান। শনিবার প্র্যাক্টিসেও নেমে পড়েন।

নাইট পেস বোলিং বিভাগকে ভরসা দেওয়ার দক্ষতা রয়েছে মুম্বইয়ের ডানহাতি পেসারের। তবে গত আইপিএলে ওভার প্রতি ৯.৭৯ করে রান খরচ করেছিলেন শার্দুল। সেই ছবিটা পাল্টানোর জন্য বদ্ধপরিকর থাকবেন তিনি।