Tornado Viral Video: আচমকাই টর্নেডো আছড়ে পড়ল গ্রামে, ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি, দেখুন ভাইরাল ভিডিয়ো

পঞ্জাবে ভারত-পাক সীমান্তের কাছেই গতকাল আচমকাই আছড়ে পড়েছিল একটি টর্নোডো। বিরল ঘটনাটি ঘটে ফাজিলকা জেলার আবোহার গ্রামে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে জানা গিয়েছে, ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০টি বাড়ি। আহত হয়েছেন ১০ জন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিএসএফ। এই ঝড়ে গোটা গ্রামের চেহারা পাল্টে গিয়েছে। গাছপালা, বাড়ি-ঘর ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবলীলায় আহত হওয়া গ্রামবাসীদের চিকিৎসা চলছে। (আরও পড়ুন: আর পাবেন না মোটা টাকার ভাতা, সাংসদপদের পাশাপাশি বাসভবনও হারাবেন রাহুল গান্ধী?)

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশালাকায় ঘূর্ণি সবকিছু তছনছ করে দিয়ে এগিয়ে যাচ্ছে। পথে যাই আসছে, সব উপড়ে ফেলছে। এই আবহে বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। টর্নেডোর খবর পেয়ে গ্রামে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। ডাকা হয় বিএসএফ-কে। স্থানীয়দের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে দেয় বিএসএফ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা বহু গ্রামবাসীকে উদ্ধার করেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত প্রধান সুখদেব সিংহ জানান, টর্নেডোর কারণে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। (আরও পড়ুন: ‘এই তথ্য সঠিক হতে পারে না’, সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ডিএ আন্দোলনকারীদের)

এদিকে পঞ্জাবে এভাবে টর্নেডো হানা দেয় না। এই আবহে প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। অনেকেই ভিডিয়ো করতে থাকেন। ভয়ানক সেই টর্নেডো গ্রামে যে তাণ্ডবলীলা চালায়, তা ধরা পড়ে ক্যামেরায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, নিমেষে খড়কুটোর মতো সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে টর্নেডোটা। একাধিক বাড়ির ছাদ খুলে উড়ে গিয়েছে এই টর্নেডোর টানে। জানলা-দরজা, বাড়ি-গাড়ি সব টেনে নিয়ে যায় টর্নেডো। তবে এখনও পর্যন্ত এই টর্নেডোর জেরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে টর্নেডোর জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তার সরকারি হিসেব জানা যায়নি এখনও।