UN water report: পাকিস্তানে পানীয় জল ‘সুরক্ষিত’ নয় একদম, জল দিবসের পরেই কেন এ কথা রাষ্ট্রসংঘের

গভীর জল সংকটে ভুগবে পাকিস্তান। কারণ সে দেশে জলের ‘সুরক্ষা’ একেবারেই তলানিতে। এমনটাই আশঙ্কা করল রাষ্ট্রসংঘ। আগামীদিনে পাকিস্তানের এমন বিপদের কথা আগে থেকেই জানান দিল রাষ্ট্রসংঘের জল, পরিবেশ ও স্বাস্থ্য ইনস্টিটিউট। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশিত হয়। সেখানেই পাকিস্তানকে জলসম্পদের দিক থেকে ‘অসুরক্ষিত’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার সারা বিশ্বে জলের সুরক্ষা সংক্রান্ত ২০২৩ সালের রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে ৩৩টি দেশের উল্লেখ রয়েছে, যাদের পরিষ্কার পানীয় জলের পরিমাণ ‘সুরক্ষিত’। 

আরও পড়ুন: খাওয়ার জল প্রায় শেষ! কলকাতার জলে বিষ, কী হতে চলেছে আগামী ২ বছরে

আরও পড়ুন: ‘সেক্স না করে আর থাকতে পারছি না, বিরক্ত লাগছে’, জেলারের কাছে আবদার পর্ন তারকার

এদিন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সাম্প্রতিক জল সংক্রান্ত সমীক্ষার উপর ভর করেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের জলসংক্রান্ত বিশেষজ্ঞরা জানান, পরিষ্কার পানীয় জল আর স্বচ্ছ থাকা এখনও পৃথিবীর ৭০ শতাংশ মানুষের কাছে শুধু স্বপ্ন। ৭০ শতাংশেরও বেশি, সব মিলিয়ে ৫.৫ বিলিয়ন মানুষের কাছে নিরাপদ পানীয় জল নেই। এর মধ্যে সবচেয়ে বিপদে রয়েছে আফ্রিকা। এই মহাদেশের মাত্র ১৫ শতাংশ মানুষ নিরাপদ জল পান করতে পারেন। 

আরও পড়ুন: ইনডাকশনে রান্না চেটেপুটে খাবেন, শুধু মনে রাখুন কয়েকটি টিপস

আরও পড়ুন: কোলেস্টেরল নিয়ে কপালের ভাঁজ হবে দূর, ৪ খাবারেই চিরতরে সুরাহা

এই দিনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পতি চারজনের মধ্যে তিনজন মানুষ অসুরক্ষিত জল রয়েছে এমন দেশে থাকেন। শুধু তাই নয়, দিন দিন আরও বেশি মানুষের পরিষ্কার পানীয় জলের অভাবে মারা যাচ্ছে। এছাড়াও পরিচ্ছন্ন‌ থাকতে না পারার কারণেও অকালে ঝরে পড়ছে প্রাণ।

পাকিস্তান ছাড়াও জল সংকটের বিপদে রয়েছে শ্রীলঙ্কা, সোলোমন আইল্যান্ড, সুদান, ইথিওপিয়া, আফগানিস্তান, হাইতি, পাপুয়া নিউগিনি, সোমালিয়া,লিবিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান, ইয়েমেন, চাদ মরোক্কোর মতো দেশগুলি। 

বিজ্ঞানীদের কথায়, জলসুরক্ষা উন্নয়নের প্রাথমিক ধাপ। সেই জলসুরক্ষাই পরিস্থিতি আরও বিপজ্জনক হবে ভবিষ্যতে। তবে জলের দিক থেকে সুরক্ষিত দেশগুলির ভিতর রয়েছে ইংল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্ৰিস, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup