পিকনিকে ফুর্তি করতে মদ ভেবে বিষ খেল ষষ্ঠ শ্রেণির ছাত্ররা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। রবিবারের ছুটিতে চড়ুইভাতি করতে গিয়েছিল কয়েকজন নাবালক। এদিকে সেই চড়ুইভাতিতে বাড়তি মজা আনার জন্য মদের বোতল এনেছিল তারা। কিন্তু সেটা খেয়েই লুটিয়ে পড়ে তারা। ৫জন নাবালক অসুস্থ হয়ে পড়েছিল। তাদের এরপর রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। তাদের এরপর ডামমন্ডহারবার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু মদের জায়গায় কি অন্য় কিছু ছিল বোতলে?

সূত্রের খবর, আসলে বোতলের মধ্য়ে বিষ রাখা ছিল। কিন্তু সেটা তারা জানত না। তারা মদ ভেবে বিষ খেয়ে ফেলেছিল। আর তাতেই তাদের শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এরপরই লুটিয়ে পড়ে তারা। পাথরপ্রতিমার কামদেবপুর এলাকার ঘটনা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পাঁচজন বন্ধু মিলে খাওয়ার আয়োজন করেছিল। তারা এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছিল। স্নানে নামার আগে তারা মদ খাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু যে শিশিটা তারা নিয়ে গিয়েছিল তাতে বিষ ছিল। কিন্তু নাবালকরা তা জানত না। তারা সেটা খেয়ে ফেলে। পাঁচজন খেয়ে ফেলেছিল সেটা। পাঁচজনের মধ্যে দুজন অত্যন্ত অসুস্থ। কোনওরকমে তাদের ডায়মন্ডহারবারে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর. তারা সকলেই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তারাই পিকনিকে মদ খাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তাতে যে বিষ রয়েছে তা তারা জানত না। তিনজন সেই বোতল থেকে অল্প খেয়েছিল। বাকি দুজন একটু বেশি খেয়ে ফেলেছিল। তাতে তারা আরও অসুস্থ হয়ে পড়ে। তারা লুকিয়ে একটি বাড়ি থেকে এই বোতল জোগাড় করেছিল। কিন্তু তাতে শেষ রক্ষা হল না। মদের বদলে তারা বিষ খেয়ে ফেলল। তাতেই একেবারে বড় বিপর্যয়।

এদিকে এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে। ষষ্ঠ শ্রেণিতে পড়েই তারা কীভাবে মদের নেশা করার চেষ্টা করছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup