Fake claim of govt recharging ₹239: ‘ফোনে ফ্রি’তে ২৩৯ টাকা রিচার্জ করিয়ে দিচ্ছে কেন্দ্র’, মেসেজ নিয়ে মুখ খুলল সরকার

কী দারুণ সুযোগ! বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ করিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। হোয়্যাটসঅ্যাপের একটি ভাইরাল মেসেজ দেখে কি সেটাই মনে হয়েছিল? তাহলে আপনাকে হতাশ হতে হবে। কারণ ওই বার্তাটি পুরোপুরি ভুয়ো, তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সেরকম কোনও প্রকল্পের ঘোষণা করা হয়নি।

রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী টুইটার অ্যকাউন্ট @PIBFactCheck-র তরফে একটি বার্তায় বলা হয়েছে, ‘একটি হোয়্যাটসঅ্যাপে মেসেজে দাবি করা হচ্ছে যে ফ্রি মোবাইল রিচার্জ স্কিমের আওতায় সব (মোবাইল) ব্যবহারকারীদের ২৮ দিনের জন্য ২৩৯ টাকার রিচার্জ করে দেবে কেন্দ্রীয় সরকার। এই দাবি পুরোপুরি ভুয়ো। ভারত সরকারের তরফে এরকম কোনও ঘোষণা করা হয়নি।’

সম্প্রতি হোয়্যাটসঅ্যাপে ওই বার্তা ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয়, ‘ফ্রি মোবাইল রিচার্জ স্কিমের আওতায় সকল ভারতীয় ইউজারকে ২৮ দিনের জন্য বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নরেন্দ্র মোদী সরকার। তাই নীচের নীল রঙের লিঙ্কে ক্লিক করলে নিজের নম্বর রিচার্জ করিয়ে নিন। আমিও নিজের নম্বরে বিনামূল্যে ২৮ দিনের জন্য রিচার্জ করিয়ে নিয়েছি। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনিও রিচার্জ করে নিন। শেষ তারিখ – ২০২৩ সালের ৩০ মার্চ।’ সঙ্গে ওই লিঙ্কও যোগ দেওয়া হয়।

আরও পড়ুন: Post Office mobile number update: ৩১ মার্চের মধ্যে Post Office-এ এই কাজটা করতে হবে! নয়তো পড়ে যাবেন সমস্যায়

এমনিতে সোশ্যাল মিডিয়ার যুগে ভুয়ো খবর না ফেক নিউজের কোনও অভাব হয় না। হামেশাই সোশ্যাল মিডিয়া বা হোয়্যাটসঅ্যাপে ভুয়ো মেসেজ ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল মেসেজে সাধারণত কোনও লিঙ্ক দেওয়া থাকে। লোভনীয় অফার পেয়ে সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ নিশ্চিত। মুহূর্তের মধ্যে মানুষের টাকা উধাও হয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে সচেতনতা প্রসারের চেষ্টা করা হলেও এখনও সমস্যা পুরোপুরি কাটেনি। সেজন্য প্রায়শই টুইটারে কেন্দ্রের তথ্য যাচাইকারী টুইটার অ্যাকাউন্টের তরফে এরকম ভুয়ো মেসেজ ধরিয়ে দেওয়া হয়, যাতে প্রতারিত হয়ে নিজেদের কষ্টার্জিত অর্থ না খুইয়ে ফেলেন মানুষ। (আরও পড়ুন: Maximum GST cess rate: পান মশলায় সর্বোচ্চ জিএসটি রেট বেঁধে দিল সরকার )

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)