IPL 2023: Rishabh Pant Must Take His Time To Heal Properly, Says Delhi Capitals Director Of Cricket Sourav Ganguly


নয়াদিল্লি: কলকাতায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, আইপিএলে সম্ভবত খেলতে পারবেন না পন্থ। পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। পরে যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল্লি।

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আপাতত দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লির প্রস্তুতি শিবির হচ্ছে তাঁরই তত্ত্বাবধানে। সৌরভ বলেছেন, ‘আমি নিশ্চিত জাতীয় দলেও ঋষভ পন্থের অভাব টের পাওয়া যাচ্ছে। তবে ওর বয়স কম। কেরিয়ারের দীর্ঘদিন বাকি। ও স্পেশ্যাল ক্রিকেটার। সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। ওকে অনেক শুভকামনা জানাই। ওর সঙ্গে দেখাও করব।’

তবে পন্থের পরিবর্তে দায়িত্ব পাওয়া ওয়ার্নার অধিনায়ক হিসাবে ভালই করবেন বলে আশা সৌরভের। বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছে। ও সব সময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে। দুর্দান্ত ক্রিকেটার। প্রচুর রান করেছে। অভিজ্ঞতাও রয়েছে ওর ঝুলিতে।’ সৌরভ যোগ করেছেন, ‘ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। মরসুম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। নেট প্রস্তুতি দারুণ চলছে। তবে ম্যাচে দেখতে হবে। রিকি পন্টিং দুর্দান্ত। প্র্যাক্টিসের গুরুত্ব ওর জন্য আরও বেড়েছে।’

১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে আইপিএলে অভিযান শুরু

রবে দিল্লি ক্যাপিটালস।

পন্থের পাশে ত্রয়ী

পন্থ যাতে মানসিকভাবে তরতাজা থাকেন, সেই চেষ্টা কসুর করছেন না ক্রিকেট মাঠে তাঁর বন্ধু বা শুভানুধ্যায়ীরা।

যেমন সুরেশ রায়না, হরভজন সিংহ, এস শ্রীসন্থ। ত্রয়ী মিলে পন্থের বাড়ি পৌঁছে গেলেন। দীর্ঘক্ষণ সময় কাটালেন তারকা উইকেটকিপারের সঙ্গে। গল্প-আড্ডা-খাওয়াদাওয়া, কিছুই বাদ গেল না। সর্বোপরি, পন্থকে উৎসাহ দিলেন তিনজনই। পাশে থাকার বার্তা দিলেন। সঙ্গে দ্রুত তাঁর সেরে ওঠার জন্য শুভকামনাও জানিয়ে এলেন।

সুরেশ রায়না, হরভজনরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেরাই জানিয়েছেন এই খবর। হরভজন সিংহ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে, ডান হাঁটুতে বিশেষ ক্যাপ পরে রয়েছেন পন্থ। এক হাতে ধরা ক্রাচ। সোফায় বসে আছেন। আর তাঁকে চারদিক থেকে ঘিরে বসে আড্ডা দিচ্ছেন ভাজ্জি, রায়না ও শ্রীসন্থ। আর একটি ছবিতে হেসে সবাইকে গল্প করতে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে ভাজ্জি আলিঙ্গন করে রয়েছেন পন্থকে। ক্যাপশনে হরভজন লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো ভাই। তোমাকে দেখে খুব ভাল লাগল। নিজের ওপর আস্থা রেখো আর জেনো তোমার মধ্যে এমন কিছু আছে যা জীবনের যে কোনও বাধা কাটিয়ে উঠতে তোমাকে সাহায্য করবে’।

রায়না ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাইয়েরাই তো সব। যেখানে আমাদের হৃদয়ের যোগ, সেটাই আমাদের পরিবার। ভাই ঋষভ পন্থকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অনেক শুভেচ্ছা। নিজের ওপর বিশ্বাস রেখো। আমরা সব সময় তোমার সঙ্গে রয়েছি। ফিনিক্স পাখির মতো তুমি অনেক ওপরে উড়বে’।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে ছক্কা মারতে যেও না, রাসেলকে সতর্ক করলেন কেকেআরের কোচ