Mann Ki baat: অঙ্গদানে উৎসাহ দিলেন মোদী, ৯৯তে পা দিল মন কি বাত

এবার মন কি বাতে অঙ্গদান নিয়ে উৎসাহ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের জনগণকে এই অঙ্গদানে এগিয়ে আসার ব্যাপারে আহ্বান করেন। মন কি বাত অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষের কাছে এই বার্তা দেন। তিনি জানিয়েছেন, অঙ্গদানে যাতে সাধারণ মানুষ উৎসাহ পান সেকারণে একাধিক নিয়মকে শিথিল করা হয়েছে।

৯৯তম মন কি বাত অনুষ্ঠান। সেখানেই এনিয়ে মতামত দেন মোদী। তিনি বলেন, মন কি বাতের সঙ্গে আমাদের সম্পর্ক ৯৯ ধাপ পেরোতে চলেছে। সাধারণত ৯৯কে কঠিন ধাপ বলে মনে করা হয়। ক্রিকেটে এই নার্ভাস নাইনটির কথা বলা হয়। কিন্তু এটা যখন মন কি বাতের বেলায় তখন আমাদের দেশবাসী অত্যন্ত অনুপ্রাণিত। একটা অন্যরকম অনুপ্রাণিত।

তিনি বলেন, আমরা আজ আজাদি কি অমৃতকাল উদযাপন করছি। নতুন শপথ নিতে চলেছি। ১০০ তম পর্বে আপনাদের কাছ থেকে নানা মতামত চাইছি। আপনাদের সেই মতামতের জেরে মন কি বাতের ১০০ তম পর্ব স্মরণীয় হয়ে থাকবে।

তিনি অঙ্গদানের ব্যাপারেও এদিন দেশবাসীকে উৎসাহ দেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এটি একটি উল্লেখযোগ্য দিক। তিনি বলেন, এটা বলা হয় যে যখন মৃত্যুর পরে তাঁর শরীরের অঙ্গ অন্য় কাউকে দান করা হয়, তখন তাতে ৮-৯ জনের নতুন জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। এই অর্গান ডোনেশনের উৎসাহ দিতে আমি তৈরি। গোটা দেশে এই অঙ্গদানের একই ধরনের পলিসি তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর সঙ্গেই তিনি বলেন, এই অঙ্গদানে উৎসাহ দেওয়ার জন্য বয়সসীমা ও বাসস্থানের কোনও বাধানিষেধ আর নেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাসস্থান সংক্রান্ত কোথাও কোনও বাধানিষেধ নেই। যে কোনও রাজ্যে বসবাস করে যে কেউ অঙ্গদানের জন্য রেজিস্টার করতে পারেন। অঙ্গদানের জন্য ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা নিয়ে আগে যে নিয়ম ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ করছি বিপুল সংখ্য়ক মানুষ এই আবেদনে সাড়া দিন। আপনার একটি সিদ্ধান্ত হাজার হাজার মানুষকে রক্ষা করবে।

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, বর্তমানে বিকল্প শক্তি নিয়ে গোটা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে। যখন বিদেশীদের সঙ্গে আমার দেখা হয় তখন তাঁরা এই ফিল্ডে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন। পুনে, মহারাষ্ট্রে এই বিকল্প শক্তি আমার খুব ভালো লেগেছে।দিউতে দিনের বেলা পুরোটাই ক্লিন এনার্জি ব্যবহার করা হয়। তিনি বলেন, ভারতবাসীর সবকা প্রয়াস ভারতকে সোলার এনার্জির দিকে নিয়ে গিয়েছে।