Narendra Modi: থাপ্পড় কাণ্ডের পুরনো ভিডিয়ো প্রসঙ্গ তুলে সিদ্দারামাইয়াকে টার্গেট মোদীর, কন্নড়ভূমে ভোট-পারদ তুঙ্গে

কর্ণাটকে ভোট পর্বের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মাথাতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে কর্ণাটকে। এদিকে, সদ্য সেরাজ্যে সফরে গিয়ে ভোট পারদ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোদীর ভাষণে উঠে এল কর্ণাটকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার এক পুরনো ভিডিয়ো প্রসঙ্গ। আর সেই ভিডিয়োকে হাতিয়ার করেই মোদী তাঁর নিশানা তাক করেন।

নরেন্দ্র মোদী শনিবার কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেন,’আমি সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ভিডিয়ো দেখলাম। যেখানে একটি পার্টির নামী নেতা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর নিজেরই পার্টির কর্মীদের থাপ্পড় মারছেন জনসমক্ষে। যাঁরা নিজের পার্টির সদস্যদেরই সম্মান করতে পারেন না, তাঁরা জনতার সম্মান কীভাবে করবেন? বিজেপিতে কেউ বড়, বা কেউ ছোট নন।’ এই বক্তব্য পেশ করেই নরেন্দ্র মোদী, কর্ণাটক বিধানসভা ভোটে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে আর্জি জানান জনতার কাছে। উল্লেখ্য, বর্তমানে কর্ণাটকে শাসকের ভূমিকায় রয়েছে বিজেপি। কংগ্রেসের দিকে খোঁচা দিয়ে মোদী বলেন, কংগ্রেস নেতারা ‘ঘুরে বেড়াচ্ছেন মিথ্যা প্রতিশ্রুতির ঝোলা নিয়ে।’ মোদী কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘আমরা কি কংগ্রেসকে বিশ্বাস করতে পারি, যাঁরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাঁদের কি কর্ণাটের ভিতর পা রাখতে দেওয়া উচিত, নাকি কর্ণাটক থেকে ছুঁরে বাইরে ফেলে দেওয়া উচিত?’ ( কাশ্মীর ও দেশের বাকি অংশের মধ্যে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে? জানালেন বৈষ্ণব)

উল্লেখ্য, কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার যে ভিডিয়ো নিয়ে সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস কর্মীদের একটা বড় অংশের জমায়েত রয়েছে সিদ্দারামাইয়ার বাড়ির সামনে। ভিডিয়োয় সিদ্দারামাইয়ার বেঙ্গালুরুর বাড়ির দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানে ভোটে টিকিট চাওয়ার জন্য আবেদন করতে ওই জমায়েত হয়। সেখানেই সিদ্দারামাইয়াকে দেখেই অনেকেই টিকিটের দাবি নিয়ে সরব হন। তখনই এক কংগ্রেস পার্টি কর্মীকে থাপ্পড় কষাতে দেখা যায় সিদ্দারামাইয়াকে। সেই ভিডিয়ো প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন মোদী। এদিকে, মোদীর কর্ণাটকের সফরের দিনই কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করে। আর সেখানে দেখা যায় মাইসুরুর বরুণা কেন্দ্র থেকে সিদ্দারামাইয়া প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে কর্ণাটক কার্যত ভোটের হাওয়ায় মশগুল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup