Partha Chatterjee: ‘‌ওই দেখ চাকরি চোর’‌, পার্থ চট্টোপাধ্যায়কে আবার বিদ্রুপ করল দুই ছিঁচকে

কয়েকদিন আগে শুনতে হয়েছিল মোটকা দা টুকি। মগ ছুড়ে মারা হয়েছিল তাঁকে। তাতে পড়ে গিয়েছিলেন তিনি। পরে বিদ্রুপ–বিরক্ত করা বন্দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি। এখন আবার নতুন বিদ্রুপ নিয়ে তাঁকে বিরক্ত করা শুরু হয়েছে। আর তার জেরে তিনি তিতিবিরক্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, তিনি নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে তিনি জেল কর্তৃপক্ষকে নালিশ করেছেন বলে সূত্রের খবর।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ প্রেসিডেন্সি জেলে গিয়ে একাধিক হ্যাপা পোহাতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর তাতে তিনি খুব বিরক্ত। গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে শুনতে হয়েছিল ‘মোটকা দা টুকি’। এই বিদ্রুপ করার অভিযোগ উঠেছিল দুই ছিঁচকে চোরের বিরুদ্ধে। এখানেই শেষ হয়নি। একদিন পার্থকে মগ ছুড়ে মেরেছিল জঙ্গি মুসা। আর এবার নতুন করে বিদ্রুপ শুরু হয়েছে। আবার তাঁকে লক্ষ্য করে টিপ্পনি কাটল ছিঁচকে চোরের দল। পার্থ চট্টোপাধ্যায়কে ‘বড় চোর’, ‘চাকরি চোর’ বলে বিদ্রুপ করা হয়েছে। এমনই নালিশ করেছেন তিনি বলে জেল সূত্রে খবর।

কেন এমন ঘটনা ঘটল?‌ সূত্রের খবর, কয়েকদিন আগেই আদালতে পার্থকে উদ্দেশ্য করে ইডি বলেছিল, ‘‌উনি হচ্ছেন দুর্নীতির মাস্টারমশাই। আর কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা ওনার ছাত্র।’‌ এই কথা খবরের কাগজ থেকে টিভি এবং ডিজিটাল মিডিয়ায় ছেয়ে যায়। যা দেখতে পায় ওখানে থাকা দুই ছিঁচকে চোর। আর পার্থকে দেখে এখন ছিঁচকেরা ব্যঙ্গ–বিদ্রুপ করতে শুরু করেছে। যা মেনে নিতে পারছেন না প্রাক্তন মন্ত্রী। পার্থকে ‘বড় চোর’ বলে ডেকে খেপিয়ে দেয় দুই ছিঁচকে। এমনকী ওঁর সেলের সামনে গিয়ে ‘ওই দেখ চাকরি চোর’ বলেও ডাকাডাকি করা হয়।

আর কী জানা যাচ্ছে?‌ এই বিদ্রুপে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর জেল কর্তৃপক্ষের কাছে তাঁকে ঘিরে এমন বিরক্ত করার ঘটনা নিয়ে নালিশ জানানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে শুধু কটাক্ষই শুনতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। জেল থেকে আদালতে যাওয়ার সময়েও চোর চোর স্লোগান দেওয়া হয়। আর জেলের ভিতরেও ব্যঙ্গবিদ্রুপ তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছে বলে জেল সূত্রে খবর। যা নিয়ে রীতিমতো অতিষ্ঠ পার্থ নীরব ভূমিকা পালন করছেন।