Pokhran Missile Misfire: অনুশীলনের সময় পোখরান থেকে ভুল করে ছোড়া হল তিনটি মিসাইল!

সামরিক অনুশীলনের সময় রাজস্থানের পোখরান থেকে ভুল করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালীন এই ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি ‘ভূমি থেকে শূন্যে’ আঘাত হানতে সক্ষম মিসাইলের উৎক্ষেপণ করা হয়। স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্রগুলির ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই আবহে ভুল করে এই মিসাইল উৎক্ষেপণের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে। (আরও পড়ুন: বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কত গতিতে? কী পরিকল্পনা রেলের)

জানা গিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্রই পোখরানের আশেপাশের বিভিন্ন গ্রামে গিয়ে আছড়ে পড়ে। তবে কোনও বিস্ফোরণেই কেউ জখম হননি বলে জানা গিয়েছে। নাচনার ডিএসপি কৈলাশ বিষ্ণোই এই ঘটনা প্রসঙ্গে জানান, আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গিয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অন্য এক ক্ষেতে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে দু’টি ক্ষেতেই বড় গর্ত তৈরি হয়েছে। এদিকে এই দুই মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে সেনা। তবে তৃতীয় মিসাইলটির কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। পুলিশ ও সেনাবাহিনী এই তৃতীয় মিসাইলের খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকায়।

আরও পড়ুন: আর পাবেন না মোটা টাকার ভাতা, সাংসদপদের পাশাপাশি বাসভবনও হারাবেন রাহুল গান্ধী?

এই ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, সামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রগুলির উৎক্ষেপণ হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে সেনার তরফে। এর আগে ২০২২ ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল এই ধরনেরই এক ঘটনার কারণে। সেবারে পাকিস্তানের উপর ব্রহ্মস মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বায়ুসেনার তিন অফিসারকে বরখাস্ত করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, ২০২২-র ৯ মার্চ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার মিঞাঁ চানুতে আছড়ে পড়েছিল। পরে দিল্লির তরফে ভুল স্বীকার করে নিয়ে তদন্ত শুরু করা হয়।