WPL 2023 Final: Sachin Tendulkar, Rohit Sharma In Attendance At Brabourne Stadium To Watch MIW Vs DCW


মুম্বই: রবিবাসরীয় ব্রেবোর্নের সিসিআইতে চাঁদের হাট। এদিন প্রথম ডব্লিউপিএলের (WPL 2023) ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ দেখতেই একগুচ্ছ তারকা মাঠে ভিড় জমান। এই তালিকায় ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর তো রয়েছেনই, রয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও।

রোহিত ভারতীয় অধিনায়ক হওয়ার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির পুরুষ দলেরও অধিনায়ক বটে। অপরদিকে, সচিন দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন, তাই তাঁদের মাঠে দেখে খুব একটা অবাক হওয়ার কিছুই নেই। রোহিত, ঈশান কিষাণরা এদিন মুম্বইয়ের জার্সি গায়ে গলিয়েই মাঠে উপস্থিত ছিলেন। অপরদিকে, দিল্লির জার্সি গলিয়ে ইউসুফ পাঠানকে মাঠে দেখতে পাওয়া যায়।