১৫ দিনের মধ্যে কলকাতায় ঠিকা প্রজাদের বাড়ি তৈরির অনুমোদন, ভাড়াটিয়াদের কী হবে?

কলকাতার ঠিকা প্রজাদের জন্য এবার সুখবর। ঠিকা প্রজাদের বাড়ি তৈরির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেব্যাপারে এবার বিশেষ নির্দেশ পুরসভার। ঠিকা প্রজাদের বাড়ি তৈরির জন্য ১৫ দিনের মধ্য়ে সমস্ত অনুমোদন দেওয়ার ব্যাপারে জানিয়েছে কলকাতা পুরসভা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এনিয়ে জানিয়েছেন। সূত্রের খবর, বাড়ি তৈরির ক্ষেত্রে ঠিকা প্রজাদের নানা জট থেকেই গিয়েছিল। প্রায় তিনহাজার আবেদনপত্র ঝুলে ছিল। তবে এবার সেখানে বাড়ি তৈরির সবুজ সংকেত মিলতে চলেছে। আগামী ১৫দিনের মধ্য়ে তাদের এই সুযোগ মিলতে পারে বলে খবর।

শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এব্যাপারে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিকে ঠিকা প্রজাদের নিয়ে নানা জট ছিল এদিন। তবে বর্তমানে নিয়মের নানা সরলীকরণ করা হয়েছে। ঠিকাকে চিহ্নিত করা ও পরিবার সূত্রে ঠিক প্রাপ্তি নিয়ে সেই জটিলতা থেকেই গিয়েছিল। এদিকে সমস্যা মেটাতে আগেই ঠিকা সেল তৈরি করেছিলেন মেয়র। কিন্তু তারপরেও জটিলতা সবটা কাটেনি। তবে এবার সেই জট কাটার কথা শোনালের খোদ মেয়র।

তিনি জানিয়েছেন, অযথা হাজার তিনেক কেস আটকে ছিল।আগের যিনি ঠিকা কন্ট্রোলার ছিলেন তিনি ফেলে রেখেছিলেন। দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেব্যাপারে আমি খলিল আহমেদকে বলেছি।

ঠিকা প্রজাদের সমস্যা মেটাতে তিনি পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদকেও নির্দেশ দেন বলে খবর। এদিকে বর্তমানে কলকাতা শহরে প্রায় দুই হাজার একরের বেশি জমি ঠিকা জমির আওতাভুক্ত। সেই মান্ধাতার আমল থেকে অনেকে বংশপরম্পরায় থেকে গিয়েছেন। এমনকী সেই জমিতে ভাড়াটেরাও রয়েছেন। কিন্তু তাদের পরিণতি কী হবে?

এনিয়ে মেয়র জানিয়েছেন, যারা ভাড়াটে রয়েছেন তাঁদের কোনওমতে উচ্ছেদ করা যাবে না। এটা ঠিকা প্রজাদের মনে রাখতে হবে। কার্যত সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে উদ্যোগী পুরসভা। তবে অনেকেরই আশা ঠিকা প্রজাদের দীর্ঘদিনের সমস্যা এবার দূর হতে পারে। সেই সঙ্গেই সেই জমিতে যারা ভাড়াটিয়া হিসাবে রয়েছেন তাদের নিয়েও তিনি কিছুটা আশার কথা শোনালেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup