Bonus: বাড়ছে বোনাস, উৎসব ভাতা, ডিএ আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ডিএ আন্দোলন নিয়ে সরগরম রাজ্য। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদেরদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি বছর থেকেই অ্যাডহক বোনাস বাড়ানো হবে সরকারি কর্মীদের। এছাড়া বাড়ছে উৎসব উপলক্ষে অগ্রীমের পরিমাণও। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের শেষে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ২০২২ সালে অ্যাডহক বোনাস ছিল ৪৮০০ টাকা। সেই বোনাসের পরিমাণ এ বছর বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এ ছাড়া গত বছরে রাজ্য সরকারি কর্মীদের উৎসব উপলক্ষে অগ্রীম দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হচ্ছে ১৬ হাজার টাকা। এছাড়া অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৩৩ হাজার টাকা।

শহিদ মিনারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সোমবার তাঁরা ডিএ-র দাবিতে গণ ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে।  এর আগে তাঁরা  রাষ্ট্রপতিকেও ইমেল পাঠান। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। তবে রাজ্য সরকারে এই সিন্ধান্তে বরফ গলছে না। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, ডিএ-র দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।  

 এর আগে ডিএ-র দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি পেন ডাউন কর্মসূচি পালন করেন তারা। ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘট পালন করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ। ৪৪ দিন ধরে অনশন করার পর তা স্থগিত রেখে আপাতত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।