Sehri and Iftar Timings Tomorrow: আগামিকাল ২৮ মার্চ ভোরে কখন সেহরি? বিকেলে কখন ইফতার? জেনে নিন আপনার শহরের সময়

মঙ্গলবার অর্থাৎ ২৮ মার্চ পবিত্র রমজান মাসের পঞ্চম দিন। এই মাসের অন্যান্য দিনগুলির মতো আগামিকালও রোজা রাখবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। ভোরবেলা সেহরির পর দিনভর উপবাস করবেন। তারপর ইফতার করে সেই উপবাস ভঙ্গ করবেন তাঁরা। আগামিকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার সেহরি এবং ইফতারের সময় দেখে নিন আগে থেকে। 

২৮ মার্চ সেহরির সময়

  • কলকাতা: ভোর ৪ টে ১৮ মিনিট।
  • মালদা: ভোর ৪ টে ১৬ মিনিট।
  • দার্জিলিং: ভোর ৪ টে ১৪ মিনিট।
  • শিলিগুড়ি: ভোর ৪ টে ১৪ মিনিট।
  • ইসলামপুর: ভোর ৪ টে ১৫ মিনিট।
  • রায়গঞ্জ: ভোর ৪ টে ১৬ মিনিট।
  • বালুরঘাট: ভোর ৪ টে ১৫ মিনিট।
  • বেলদা: ভোর ৪ টে ২২ মিনিট।
  • খড়্গপুর: ভোর ৪ টে ২২ মিনিট।
  • কাঁথি: ভোর ৪ টে ২১ মিনিট।
  • বোলপুর: ভোর ৪ টে ১৯ মিনিট।
  • সিউড়ি: ভোর ৪ টে ২০ মিনিট।
  • বর্ধমান: ভোর ৪ টে ১৯ মিনিট।
  • আসানসোল: ভোর ৪ টে ২৩ মিনিট।
  • দুর্গাপুর: ভোর ৪ টে ২২ মিনিট।
  • কাটোয়া: ভোর ৪ টে ১৮ মিনিট।
  • কালনা: ভোর ৪ টে ১৭ মিনিট।
  • রানাঘাট: ভোর ৪ টে ১৬ মিনিট।
  • নদিয়া: ভোর ৪ টে ১৮ মিনিট।
  • বসিরহাট: ভোর ৪ টে ১৫ মিনিট।
  • বারাসত: ভোর ৪ টে ১৭ মিনিট।
  • ডায়মন্ড হারবার: ভোর ৪ টে ১৯ মিনিট।

 

২৮ মার্চ ইফতারের সময়

  • কলকাতা: বিকেল ৫ টে ৫১ মিনিট।
  • মালদা: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • দার্জিলিং: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • শিলিগুড়ি: বিকেল ৫ টে ৫২ মিনিট।
  • ইসলামপুর: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • বালুরঘাট: বিকেল ৫ টে ৫০ মিনিট।
  • রায়গঞ্জ: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • বেলদা: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • খড়্গপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • কাঁথি: বিকেল ৫ টা ৫৪ মিনিট।
  • বোলপুর: বিকেল ৫ টা ৫৪ মিনিট।
  • সিউড়ি: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • বর্ধমান: বিকেল ৫ টা ৫৩ মিনিট।
  • আসানসোল: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
  • দুর্গাপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • কাটোয়া: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • কালনা: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • নদিয়া: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • রানাঘাট: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • বসিরহাট: বিকেল ৫ টা ৪৯ মিনিট।
  • বারাসত: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • ডায়মন্ড হারবার: বিকেল ৫ টে ৫২ মিনিট।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)